কলকাতা : খুশির খবর লাল-হলুদ সমর্থকদের জন্য। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছিল জল্পনা। সমাজমাধ্যমে একসঙ্গে তিন বিদেশিকে সই করার বার্তা দিয়ে রেখেছিল ইস্টবেঙ্গল। অবশেষে এক বছরের চুক্তিতে মিগুয়েল ফিগুয়েরা, মহম্মদ রশিদ ও কেভিন সিবিয়ের নাম ঘোষণা করে দিল লাল-হলুদ ক্লাব। এদের মধ্যে মিগুয়েল বসুন্ধরা কিংসে লাল-হলুদের কোচ অস্কার ব্রুজোর অধীনে খেলেছেন। অন্যদিকে বৃহস্পতিবার রাতে শহরে পা রেখেছেন প্যালেস্টাইনের জাতীয় দলের ফুটবলার মহম্মদ রশিদ। আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিয়েকেও সই করিয়েছে লাল-হলুদ শিবির।
নতুন তিন ফুটবলারের জার্সি নম্বরও জানিয়ে দেওয়া হয়েছে। মিগুয়েল পরবেন ৮ নম্বর জার্সি, রশিদ পরবেন ৭৪ নম্বর ও সিবিয়ের জন্য বরাদ্দ ৬ নম্বর জার্সি। তিন বিদেশির দলে আসা নিয়ে ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবোই সিংটো জানান, “মিগুয়েল, রশিদ, কেভিন, তিন ফুটবলারই আগে নিজেদের প্রমাণ করেছে। যারা পার্থক্য গড়ে দিতে পারবে, আমরা সেরকম প্লেয়ারদের দলে নিয়েছি। অস্কারের পরিকল্পনা অনুযায়ী এদের নেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস, ওরা দলে প্রভাব রাখতে পারবে।”
মাঝমাঠে খেলা তৈরির পাশাপাশি রক্ষণেও ভূমিকা নিতে পারেন মিডফিল্ডার মিগুয়েল। তিনবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেছেন। বসুন্ধরার হয়ে ৬৪টি ম্যাচে ৩৭টি গোল ও ২৬টি অ্যাসিস্ট রয়েছে তাঁর। অন্যদিকে প্যালেস্টিয়ানকে এএফসি এশিয়ান কাপের শেষ ষোলোয় তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদের। এর আগে ইন্দোনেশিয়ার পারসেবায়া সুরাবায়ার হয়ে ৩৩ ম্যাচে ৬টি গোল করেছেন। আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিয়ে রিভার প্লেট অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। গত বছর ইস্টবেঙ্গলকে ভুগিয়েছে রক্ষণের মন্থর ভাব। সেখানে ২৬ বছর বয়সী কেভিনের আগমনে লাল-হলুদের রক্ষণভাগ আরও শক্তিশালী হতে পারে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোর কথায়, “মিগুয়েল খেলা বদলে দিতে পারে। ও কেরিয়ারের সেরা ফর্মে আছে। কেভিন ডিফেন্সের পাশাপাশি আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রশিদ খুবই শক্তিশালী ডিফেন্সিভ মিডফিল্ডার। বল দখল করতে পারে, দলকে নেতৃত্ব দিতে পারে। তাছাড়া ওর দূরপাল্লার শটে গোল করার অভিজ্ঞতা আছে।”
তিন ফুটবলারই ইস্টবেঙ্গলে যোগ দিয়ে খুশি। মিগুয়েল বলছেন, “সমর্থকদের জন্য ট্রফি জিততে চাই।” রশিদের বক্তব্য, “লাল-হলুদ পরিবারে যোগ দিয়ে গর্বিত।” সিবিয়ে জানিয়েছেন, ইস্টবেঙ্গলের সমর্থকদের সামনে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।