নয়াদিল্লি : আরও শক্তিশালী হয়ে উঠল ‘আকাশ’ মিসাইল সিস্টেম। এল আকাশ ‘প্রাইম’। লাদাখে তার সফল পরীক্ষা করা হল। টেস্ট রানে দু’টি ‘টার্গেট’ ধ্বংস করেছে সে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল সিস্টেম। এবার তার নয়া অবতার ভূপৃষ্ঠ থেকে বহু উঁচুতে নিখুঁত ভাবে ‘টার্গেট’কে নিমেষে ধূলিসাৎ করে দিল! সাড়ে চার হাজার মিটারেরও বেশি উচ্চতায় লক্ষ্যভেদে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।
পহেলগাঁও হামলার প্রত্যাঘাতস্বরূপ ‘অপারেশন সিঁদুর’ বড় ভূমিকা নিয়েছিল ভারতীয় ক্ষেপণাস্ত্র ‘আকাশ’। মাঝ আকাশেই গুঁড়িয়ে দিয়েছিল পাকিস্তানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র-বিমান। ড্রোন, ক্ষেপণাস্ত্র ও শত্রু বিমান ধ্বংসে ‘আকাশ’ এককথায় অদ্বিতীয়।
প্রসঙ্গত, আকাশ মার্ক ১ ও আকাশ মার্ক-১এস-এর নয়া ভ্যারিয়্যান্ট এই আকাশ প্রাইম। এই ক্ষেপণাস্ত্র মাটি থেকে আকাশে যে কোনও লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হেনে তাকে ধরাশায়ী করতে সক্ষম। প্রতিটি ক্ষেপণাস্ত্রের ওজন ৭৫০ কেজি। ট্রাকে লোড করে সহজে যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যায় সেগুলি।