কলকাতা: যাত্রীসাথী অ্যাপ নিয়ে রাজ্যে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অ্যাপের আওতায় আনা হয়েছে সরকারি এসি বাসগুলিকে। এবার এই অ্যাপ নয়ে নয়া ভাবনা রাজ্যের। কিছু মাসের মধ্যেই প্রায় হাজারের বেশি সরকারি-বেসরকারি বাসকে এই অ্যাপের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই যাত্রীসাথী অ্যাপে ক্লিক করেই যাত্রীরা জানতে পারেন নির্দিষ্ট বাসের অবস্থান। সরকারি এসি বাস এই অ্যাপের আওতায় আসায় সুবিধা হয়েছে যাত্রীদের। প্রত্যেকেই যাত্রীসাথী অ্যাপের প্রয়োজনীয়তা মেনে নিচ্ছেন। কারণ, এই অ্যাপের আওতায় বাসগুলি এলে মানুষ আগে থেকেই বুঝে যাবেন কতক্ষণে বাস আসবে। তাতে যাতায়াতের সুবিধা হবে অনেক বেশি।
বৃহস্পতিবার ময়দান টেন্টে এ বিষয়ে পরিবহণসচিব সৌমিত্র মোহনের উপস্থিতিতে একটি বৈঠক হয়। ছিলেন বেসরকারি বাস সংগঠনের প্রতিনিধিরাও। সেখানেই ঠিক হয়েছে, অগস্ট মাসের মধ্যে সরকারি-বেসরকারি মিলিয়ে ৬৫টা রুটকে এই অ্যাপের আওতায় আনা হবে। তার মধ্যে ৪০টা সরকারি আর ২৫টা বেসরকারি বাস রুটকে এই ট্র্যাকিং সিস্টেমের আওতায় আনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এসি বাসের পাশাপাশি সাধারণ বাসের যাত্রীরা স্টপেজে দাঁড়িয়ে তার অবস্থান জানতে পারবেন।
পাশাপাশি এদিনের বৈঠকে প্রত্যেক বাস স্টপেজে ডিজিটাল বোর্ড বসানো নিয়েও আলোচনা হয়। যেখানে কোন বাস কখন আসবে, সেই সময় দেখানো হবে। কলকাতার পাশাপাশি হাওড়া এবং বিধাননগর পুর কমিশনাররাও এদিনের বৈঠকে এদিন উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই এই ডিজিটাল বোর্ডের টেন্ডার ডাকা হয়ে গিয়েছে।
এই বৈঠকের পরই সিটি সাবার্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, “সরকার যেমন বলছে, আমরা চেষ্টা করছি সবরকম সহযোগিতা করার। আমাদের সংগঠনের বেশ কিছু রুটকে দ্রুত অ্যাপের আওতায় আনা হবে।” আবার ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বসু জানিয়েছেন, “আমরা সরকারের সঙ্গে সবরকম সহযোগিতা করব। আমাদের সংগঠনের ৮টি রুটের বাস আগস্ট মাসের মধ্যে এই অ্যাপের আওতায় আনার চেষ্টা করছি।”