নয়াদিল্লি: রাজধানীর ২০টি স্কুলে বোমাতঙ্ক! বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি। পড়ুয়াদের বাড়ি ফিরিয়ে ফাঁকা করা হল একাধিক স্কুল। শুক্রবার সকালের ঘটমায় চাঞ্চল্য ছড়াল দিল্লিতে। এই ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
এই নিয়ে চলতি সপ্তাহে ৪ দিনে রাজধানীর ৩০টি স্কুল হুমকি পেল। এদিন যে স্কুলগুলিতে হুমকি দেওয়া হয় সেগুলির মধ্যে রিচমন্ড গ্লোবাল স্কুল, অভিনব পাবলিক স্কুলের মতো প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান। একটি কলেজেও এদিন বোমা মারার হুমকি দেওয়া হয়।
এই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং সাইবার বিশেষজ্ঞ দল। স্কুলগুলি খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। তবে চিরুনি তল্লাশির পরও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সবকটি হুমকিই ভুয়ো।
ঘটনাকে কেন্দ্র করে দিল্লির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে আপ। বিজেপিকে একহাত নিয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী বলেন, এই মুহূর্তে রাজধানীর শাসনব্যবস্থার ৪টি ইঞ্জিনের চারটিই বিজেপির দখলে। তা সত্ত্বেও পড়ুয়াদের নিরাপত্তা দিতে পারছে না গেরুয়া শিবির।
প্রসঙ্গত, এই নিয়ে ৪ দিনে ৩০ স্কুলে ভুয়ো হুমকি ফোন গেল। মঙ্গলবার হুমকি মেল পায় সেন্ট স্টিফেনস কলেজ এবং চাওলার সেন্ট থমাস স্কুল। বুধবারও হুমকি পায় মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল, রিচমন্ড গ্লোবাল স্কুল এবং সর্দার প্যাটেল স্কুলের মতো প্রতিষ্ঠান। প্রতিটি ক্ষেত্রেই জানানো হয় স্কুলের মধ্যে রাখা রয়েছে আরডিএক্স এবং আইইডি। বোমাতঙ্ক নিয়ে চাঞ্চল্য ছড়াচ্ছে রাজধানীতে।