শ্রীনগর: ভারী বৃষ্টির জেরে শোচনীয় অবস্থা অমরনাথ যাত্রার পথের। বিপত্তির মুখে পড়ে মৃত্যু হল পুণ্যার্থীর। অমরনাথ যাত্রায় যাওয়ার পথে পাথর ছিটকে এসে মৃত্যু হল এক পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও তিন জন। এই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
প্রশাসন সূত্রে খবর, বুধবার জম্মুর গান্ডেরওয়াল জেলার বালতাল রুটে ভারী বৃষ্টির জের ধস নামে। সেই সময় পাহাড় থেকে একটি পাথর ছিটকে এসে লাগে এক পুণ্যার্থীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ধসের কবলে পড়ে আহত হয়েছেন আরও তিন পুণ্যার্থী। তাঁদের উদ্ধার করে চিকিৎসা শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।
জানা যাচ্ছে, ভারী বৃষ্টির জেরে যাত্রাপথের কোথাও কোথাও পাহাড়ি রাস্তা দিয়ে জল এবং কাদার স্রোত নেমে আসছে। এমনই জল এবং কাদার স্রোতে পড়ে দুই পুণ্যার্থী ভেসে যাচ্ছিলেন বুধবার। তাঁদের উদ্ধার করেন অন্য পুণ্যার্থীরা। যাত্রাপথের যে সব জায়গায় ধস নেমেছে, সেগুলি সরানোর কাজ শুরু হয়েছে বলে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) সূত্রে খবর। যতক্ষণ না ওই রাস্তা পরিষ্কার হচ্ছে, তত ক্ষণ যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।