কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন তফসিলি ও আদিবাসী সম্প্রদায়ের দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের প্রতিভাকে তুলে ধরতে। যাতে তাঁরা দেশের সর্বোচ্চ পর্যায়ের পরীক্ষায় সফল হতে পারেন। সেই লক্ষ্যেই যোগ্যশ্রী প্রকল্প চালু করেন তিনি। তবে এই প্রকল্পের অধীনে এতদিন পর্যন্ত শুধুমাত্র রাজ্যের দুঃস্থ মেধাবীরা বিনামূল্যে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে পারতেন। এবার সাধারণ পড়ুয়ারাও এর সুবিধা পাবেন বলে অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতর সূত্রে খবর।
এতদিন শুধুমাত্র তফসিলি ও আদিবাসী পরিবারের ছেলেমেয়েরা এর সুবিধা পেতেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে চলতি বছর থেকে সাধারণ ছাত্রছাত্রীরাও এই সুবিধা পাবেন বলে খবর। যোগ্যশ্রী প্রকল্পের প্রোজেক্ট অধিকর্তা অমিতকুমার কর জানান, চলতি বছর থেকে সাধারণ পড়ুয়ারাও যোগ্যশ্রী প্রকল্পের আওতায় আসবেন, এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইমতো যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আইআইটিতে ১৫, এনআইটিতে ২০ এবং সর্বভারতীয় মেডিক্যালে ১৬ জন। চলতি বছরে সর্বভারতীয় স্তরে এটাই এক নজরে এ রাজ্যের দুঃস্থ মেধাবীদের যোগ্যতা অর্জনের পরিসংখ্যান। তবে চলতি বছরই শুধু নয়, গত কয়েক বছর ধরেই যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিয়ে সর্বভারতীয় স্তরে সাফল্যের ছাপ রেখেছেন অনেকেই। গত তিন বছরে তফসিলি ও আদিবাসী সম্প্রদায়ের ৩৬ জন ছাত্রছাত্রী আইআইটি, ১৯০ জন সর্বভারতীয় জয়েন্ট, ১৪২৪ জন রাজ্য জয়েন্ট এবং ৩৪৩ জন নিট অর্থাৎ সর্বভারতীয় মেডিক্যাল পঠনপাঠনে যোগ্যতা অর্জন করেছেন।
উল্লেখ্য, অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতর যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে এই সব সর্বভারতীয় পরীক্ষার জন্য প্রস্তুতির প্রশিক্ষণ দেয়। ২০২৪ সালে ১,৪৪০ জন তফসিলি ও আদিবাসী সম্প্রদায়ের পড়য়াকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি বছরে ২ হাজার পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে অনগ্রসর উন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে।