কলকাতা: রাজস্থান থেকে শুরু করে ওড়িশা, দিল্লি ইত্যাদি বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকদের ওপর চলছে অত্যাচার। বাংলাভাষীদের দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। পূর্বেই তা নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে আজই রাজপথে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বেলা ১টা৩০ বাজতেই কালীঘাট থেকে প্রতিবাদস্থলের উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী। মিছিলের সাক্ষী হতে রাস্তার দু’পাশে জনজোয়ার।প্রায় দুপুর ১.৪৮ মিনিট নাগাদ শুরু হয় মিছিল। বৃষ্টি মাথায় নিয়েই রাজপথে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে। পদযাত্রা শেষে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা। রয়েছেন ডিসি পদমর্যাদার ৬ অফিসার। রাস্তার দুপাশে পাহারায় ১৫০০ পুলিশ কর্মী।
দুপুর গড়াতেই কলেজ স্কোয়ারে জমায়েত করেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা। সেখানে হাজির ছিলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, উদয়ন গুহ-সহ অন্যান্যরা। মিছিলে তৃণমূল কর্মী-সমর্থকদের গলায় ব্যানার। তাতে বিজেপিকে বিঁধে একাধিক প্রশ্ন। উল্লেখ্য, কলেজ স্কোয়ারের মঞ্চে রয়েছেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি, রয়েছেন প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ।