ধর্মশালা: জানুয়ারি মাসের পর ফের আবার প্যারাগ্লাইডিং করতে গিয়ে ফের বিপত্তি। ভয়াবহ দুর্ঘটনায় পাহাড় থেকে পড়ে মৃত্যু হল গুজরাটের এক পর্যটকের। এই ঘটনাটি ঘটেছে ধর্মশালার ইন্দ্রুনাগ প্যারাগ্লাইডিং সাইটে। সোমবার সন্ধ্যেতে ঘটে যাওয়া মর্মান্তিক এই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ঘটনায় আহত হয়েছেন একজন।
জানা গিয়েছে, সোমবার প্যারাগ্লাইডিং করতে হিমাচল প্রদেশের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে গিয়েছিলেন গুজরাটের আহমেদাবাদের বছর ২৫-এর যুবক সতীশ রাজেশ ভাই। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সতীশকে সঙ্গে নিয়ে প্যারাশুট খুলে ঝাঁপ দেন স্থানীয় পাইলট। তবে দুর্ভাগ্যবশত বাতাসে ভাসার পরিবর্তে খাদে আছড়ে পড়েন তারা।
গুরুতর আহত অবস্থায় দুই জনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধর্মশালার এক হাসপাতালে। পরে সেখান থেকে সতীশকে স্থানন্তর করা হয় তান্ডা মেডিক্যাল কলেজে। রাতে সেখানেই মৃত্যু হয় সতীশের।
জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে তাঁর মাথা, মুখ ও শরীরের নানা জায়গায় গুরুতর আঘাত লেগেছিল। অন্যদিকে, কঙ্গারার বালাজি হাসপাতালে রেফার করা হয়েছে পাইলট সুরজকে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর।
এই দুর্ঘটনা প্রসঙ্গে এলাকার অ্যাডিশনাল এসপি লখনপাল বলেন, প্রাথমিকভাবে অনুমান অল্প দূরত্ব থেকে ছুটে যাওয়ার কারণে প্যারাশুট সেভাবে কাজ করেনি। তার উপর বাতাস কম থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা গোটা ঘটনার তদন্ত করছি। ঘটনার জেরে ওই অঞ্চলে আপাতত প্যারাগ্লাইডিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
ইতিমধ্যেই সতীশের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন অ্যাডিশনাল এসপি লখনপাল।