মুম্বই: এবার ভারতের বাজারে টেসলা! এলন মাস্কের এই সংস্থার শোরুম এবার ভারতেই। সোমবারই মুম্বইয়ে খুলল টেসলার শোরুম। এটিই ভারতে টেসলার প্রথম শোরুম। মঙ্গলবার এই শোরুম উদ্বোধন করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস।
এলন মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলার এই শোরুমটি ৪ হাজার স্কোয়ার ফুটের। মঙ্গলবার সকালে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের ‘টেসলা এক্সপেরিয়েন্স সেন্টার’-এর উদ্বোধন করা হল। জানা যাচ্ছে, মুম্বইয়ের টেসলার শোরুমটির মাসিক ভাড়া ৩৫ লক্ষ টাকা।
এই বিলাসবহুল টেসলার ভারতের শোরুমে রয়েছে জনপ্রিয় এসইউভি ‘মডেল ওয়াই’। উদ্বোধনের আগে সাংহাই থেকে আনা হয়েছে এই মডেলের ছয়টি গাড়ি। এর দু’টি ভ্য়ারিয়েন্ট হল লং রেঞ্জ আরডব্লিউডি এবং লং রেঞ্জ এডব্লিউডি। গাড়িগুলির রং ডার্ক গ্রে। গাড়িতে রয়েছে ভয়েস কমান্ড, ওয়ারলেস চার্জিং, ইন্টারনেট কানেক্টিভিটির মতো অত্যাধুনিক প্রযুক্তি।
আরও জানা গিয়েছে, ভারতের বাজারে টেসলার ‘মডেল ওয়াই’-র দাম ধরা হয়েছে ৫৯.৮৯ লক্ষ টাকা। ভারতে আমদানিকৃত গাড়িতে ৭০-১০০ শতাংশ অবধি শুল্কের কারণে অনেক বেশি দাম দিতে হবে ক্রেতাদের। এই বিষয়ে বহুবার ক্ষোভ প্রকাশ করেছেন টেসলা সিইও এলন মাস্ক।