ভুবনেশ্বর : অতিসম্প্রতিই বিজেপিশাসিত ওড়িশায় প্রকাশ্যে এসেছে এক মর্মান্তিক ঘটনা। বালেশ্বর কলেজে অধ্যাপকের যৌন হেনস্থার শিকার হয়েছিলেন এক ছাত্রী। বিচার চেয়ে ভরা ক্যাম্পাসে গায়ে আগুন দিয়েছিলেন তিনি। গুরুতর আহত অবস্থায় সোমবার রাতে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। নির্যাতনকারী অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ তুলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে গত ১ জুলাই কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন ওই ছাত্রী। জানিয়েছিলেন, কুপ্রস্তাবে তিনি রাজি হননি। তাই গত কয়েক মাস ধরে তাঁকে নানা ভাবে হেনস্থা করছেন বিভাগীয় প্রধান।
সূত্র মারফত জানা গিয়েছে, চিঠিতে ওই ছাত্রী লেখেন, ‘‘গত কয়েক মাস ধরে বিএড বিভাগের প্রধান তথা সহকারী অধ্যাপক ক্রমাগত হেনস্থা করে চলেছেন। পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। শুধু তা-ই নয়, আমার ব্যক্তিগত সমস্ত তথ্য পরিবারকে জানিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, বিভাগীয় প্রধান তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দিচ্ছেন বার বার। তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় নানা ভাবে হেনস্থা করছেন। আমার মানসিক শান্তি কেড়ে নিয়েছেন তিনি। সহ্য করতে না পেরে আত্মহত্যারও চেষ্টা করেছিলাম।’’
ছাত্রী এও লেখেন, ‘‘ভবিষ্যতে যদি কলেজ কর্তৃপক্ষ বিভাগীয় প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তা হলে আত্মহত্যা করব। আর আমার মৃত্যুর জন্য দায়ী থাকবেন কলেজ কর্তৃপক্ষ এবং বিভাগীয় প্রধান।’’ ছাত্রীর সহপাঠীদের দাবি, তাঁর এই অবস্থার কথা জানিয়ে ওই ছাত্রী ১ জুলাই সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। ২ জুলাই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, কলেজ কর্তৃপক্ষ যদি কোনও পদক্ষেপ না করেন, তা হলে আত্মহত্যার পথ বেছে নেবেন তিনি।
কলেজে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয় এই ঘটনার তদন্তের জন্য। কমিটিকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। অধ্যক্ষের কাছে রিপোর্ট জমা দেয় সেই কমিটি। গত শনিবার তদন্তের অগ্রগতি এবং কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা নিয়ে অধ্যক্ষের কাছে জানতে চেয়েছিলেন ছাত্রী। তাঁকে জানানো হয়, তদন্ত শেষ। কিন্তু এই ঘটনায় কাউকে দোষী পাওয়া যায়নি। ছাত্রীর সহপাঠীদের অভিযোগ, বার বার কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়। কিন্তু অধ্যক্ষ জানিয়ে দেন, দোষী নন কেউই!
এই জবাব পাওয়ার পরই অফিসঘরের সামনে গিয়ে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন সেই ছাত্রী। ৪৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার ভুবনেশ্বর এইমসে রাতে মৃত্যু হয় ওই ছাত্রীর। মঙ্গলবার সকালে বালেশ্বরে নিজের গ্রামে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। স্বাভাবিকভাবেই ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি। ‘ডবল ইঞ্জিন’ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তায় বিক্ষোভে নেমেছে বিরোধী দল বিজেডি এবং কংগ্রেস। সরাসরি শাসকদল বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তারা। সরব হয়েছে বাংলার শাসকদল তৃণমূলও।