প্রতিবেদন : দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরতে চলেছে বাইশ গজের লড়াই। আসন্ন ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে পাঁচটি নতুন ইভেন্টের মধ্যে অন্যতম একটি ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেটকে। এবার ক্রিকেট ম্যাচের দিনক্ষণ ঘোষণা করল অলিম্পিক কমিটি।
মোট ১৭ দিন ধরে অলিম্পিকে চলবে পুরুষ এবং মহিলাদের ক্রিকেট ম্যাচ। টি-২০ ফরম্যাটে খেলা হবে অলিম্পিকে। অলিম্পিক কমিটির তরফ থেকে আগেই জানানো হয়েছিল, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট হবে ৬ দলের। ৬টি পুরুষ দল ও ৬টি মহিলা দল। প্রতি দলে থাকবে ১৫ জন করে সদস্য। অর্থাৎ অলিম্পিকে মোট ৯০ জন পুরুষ ও ৯০ জন মহিলা ক্রিকেটার অংশ নিতে পারবেন। যোগ্যতা অর্জন পর্ব এবং প্রতিযোগিতার ফরম্যাট কী হবে, তা অবশ্য জানানো হয়নি এখনও।
১০০-এরও বেশি দেশ অংশ নেয় কুড়ি ওভারের ক্রিকেটে । তাদের মধ্যে ৬টি দেশ বেছে নেওয়া সহজ নয় একেবারেই। আয়োজক হিসাবে আমেরিকা সরাসরি সুযোগ পাবে। রইল বাকি পাঁচটি দল। সেই পাঁচটি আসন কীভাবে নির্ধারিত হবে, সেটা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৮ সালের ১২ জুলাই থেকে শুরু হবে ক্রিকেট প্রতিযোগিতা। অধিকাংশ দিনই দু’টি করে ম্যাচ রাখা হয়েছে। তবে ১৪ এবং ২১ জুলাই ক্রিকেট ম্যাচ হবে না। ২০ জুলাই মেয়েদের এবং ২৯ জুলাই পুরুষদের পদকজয়ের ম্যাচগুলি খেলা হবে।
উল্লেখ্য, স্থানীয় সময় সকাল ন’টা এবং সন্ধে সাড়ে ছ’টা থেকে শুরু হবে ক্রিকেট ম্যাচগুলি। অর্থাৎ ভারতীয় সময় রাত সাড়ে ন’টা এবং পরের দিন সকাল সাতটায় ম্যাচগুলি দেখা যাবে। পোমোনার অস্থায়ী একটি মাঠে ২০২৮ সালের অলিম্পিক ক্রিকেট খেলা হবে। লস অ্যাঞ্জেলস থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত জায়গাটি।