প্রতিবেদন : সম্প্রতিই হরিয়ানায় প্রকাশ্যে এসেছে টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা। নিজের বাবার হাতেই খুন হতে হয়েছে তাঁকে! তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছিল, রাধিকার নিজস্ব টেনিস অ্যাকাডেমি রয়েছে। আর সেই অ্যাকাডেমি নিয়েই বাবা এবং মেয়ের মধ্যে মতান্তর তৈরি হয়েছিল। কিন্তু তদন্তে নেমে গুরুগ্রাম পুলিশ জানতে পেরেছে, রাধিকার নিজস্ব কোনও অ্যাকাডেমি ছিল না।
ছোট ছোট ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এক এক জায়গায় টেনিস কোর্ট ভাড়া নিতেন রাধিকা। আর তাতেই আপত্তি ছিল রাধিকার বাবা দীপকের। তদন্তকারী এক আধিকারিক শনিবার বলেন, ‘‘রাধিকার নিজস্ব কোনও অ্যাকাডেমি নেই। টেনিস কোর্ট ভাড়া নিয়ে প্রশিক্ষণ দিতেন। দীপক তাঁকে অনেক বার এই প্রশিক্ষণের বিষয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু রাধিকা বাবার সেই আপত্তি কানে তোলেননি। আর এখান থেকেই বাবা-মেয়ের সম্পর্কের টানাপড়েনের সূত্রপাত হয়।’’
প্রসঙ্গত, রাধিকার পুরনো যে মিউজিক ভিডিও প্রকাশ্যে এসেছে, তাঁর খুনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। এমনকী দীপক এই ভিডিয়ো নিয়ে কোনও আপত্তি জানাননি। পুলিশ ইনস্পেক্টর বিনোদ কুমার বলেন, ‘‘২০২৩ সালে ওই ভিডিয়ো আপলোড করা হয়েছিল। খুনের সঙ্গে কোনও সম্পর্ক নেই। দীপক বার বার দাবি করেছেন, প্রশিক্ষণ দিয়ে রাধিকা টাকা উপার্জন করুক, এটা তিনি মেনে নিতে পারছিলেন না।’’ দীপকের সব ক’টি দাবি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। দীপক এটাও দাবি করেছেন, গত ১৫ দিন ধরে তিনি মানসিক দ্বন্দ্বের মধ্যে ছিলেন। এমনকী ভেবেছিলেন আত্মহত্যার কথাও।