প্রতিবেদন : ফের বিতর্কের কেন্দ্রে ‘ডিউক’ বল। চলত। চলতি ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ চলাকালীন বারবারই বিতর্ক মাথাচাড়া দিয়েছে বল নিয়ে। লর্ডস টেস্টে দ্বিতীয় দিনও তার আঁচ দেখা গেল। আম্পায়ারদের সঙ্গে বল নিয়ে কথা বললেন ভারত অধিনায়ক শুভমন গিল। ব্যক্ত করলেন অসন্তোষ। ক্ষোভ প্রকাশ করেছেন মহম্মদ সিরাজও। কিন্তু বল বিতর্কে মুখ খুলতে নারাজ তারকা বোলার যশপ্রীত বুমরা। তবে ঘুরপথে খোঁচা দিতেও ছাড়েননি তিনি।
দ্বিতীয় দিনের শেষে বল বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে রসিকতার সুরেই বুমরা বললেন, “বল বারবার বদলানো হচ্ছে। এতে আমাদের কিছু করার নেই। আমি এসব নিয়ে মুখ খুলে আমার ম্যাচ ফির টাকাটা হারাতে চাই না। বড্ড কষ্ট করে বল করে টাকা রোজগার করি। বিতর্কিত কিছু বললেই ম্যাচ ফি কেটে নেবে।” এর আগে নতুন বল দ্রুত নরম হয়ে যাওয়া নিয়ে মুখ খুলেছিলেন ঋষভ পন্থও।
পাশাপাশি বুমরার কথায়, “পিচের থেকেও সমস্যা হচ্ছে বলের বদলে। কিন্তু সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এবার বলটা আলাদা। আগের সফরগুলিতে এভাবে বারবার বল বদলাতে হয়নি। আগের বলটা দীর্ঘক্ষণ শক্ত থাকত। কিন্তু এখন শক্ত পিচ, গরম আবহাওয়া। হয়তো এসবের জন্য বল বারবার নরম হয়ে যাচ্ছে।” তিনি স্পষ্ট জানান, বল শক্ত থাকলে সেটা নড়াচড়া করে। কিন্তু নরম বলে তা হচ্ছে না। এটা বড় ফারাক গড়ে দিচ্ছে ম্যাচে।
প্রসঙ্গত, আসলে টেস্টে নতুন বল দেওয়া হয় মোটামুটি ৮০ ওভারের শেষে। কিন্তু লর্ডস টেস্টে ৮০ ডেলিভারিও টিকছে না তা! শুক্রবার প্রথমে মাত্র ৬৪ ডেলিভারির পরই বদলে দিতে একটা নতুন বল। আবার সেই নতুন বলও স্থায়ী হল মাত্র ৪৮ ডেলিভারির জন্য। এরপর থেকেই প্রশ্নের মুখে বলের নির্মাতা সংস্থা ডিউক।