কলকাতা: বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি দাগিয়ে চলছে হেনস্থা। রাজস্থান থেকে শুরু করে দিল্লি পর্যন্ত হেনস্থার শিকার হচ্ছেন বাংলাভাষী শ্রমিকরা। এবার দিল্লিতে কাজ করতে গিয়ে আটক বাঙালি শ্রমিকদের নিয়ে চিন্তিত কলকাতা হাইকোর্ট। কেন্দ্রের কাছে সে সংক্রান্ত রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। আগামী বুধবার মামলার শুনানির সম্ভাবনা।
গত ১৮ জুন, বাংলার ৬ জনকে দিল্লির রোহিণী এলাকার কেএন কাটজু থানার পুলিশ আটক করে। পরে তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। সেখান থেকে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এই অভিযোগ সরব হয় তৃণমূল। হাইকোর্টে মামলা দায়ের হয়। এবার এই সংক্রান্ত মামলা নিয়েই কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের।
রাজ্যের তরফে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে জানানো হয়, “আমাদের তরফ থেকে দিল্লির সঙ্গে কথা বলা হলেও তাদের উত্তর আসেনি। বৃহস্পতিবার পর্যন্ত বাংলার ওই পরিযায়ী শ্রমিকদের খোঁজ বাংলাদেশে পাওয়া গিয়েছে।” বিচারপতির পর্যবেক্ষণ, “মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আমরা সন্তুষ্ট। রুল জারি করা হবে কি না সেটা জানতে আরো কিছু তথ্য লাগবে।” কেন্দ্রের আইনজীবী ধীরজ ত্রিবেদীকে এই সংক্রান্ত তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, পূর্বেই ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় অবিলম্বে মুখ্যসচিবকে পদক্ষেপের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানায়, অবিলম্বে সচিবের নিচে নন এমন কোনও আধিকারিক নিয়োগ করতে হবে মুখ্যসচিবকে। ওই আধিকারিক ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেবেন। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।