কলকাতা: নিম্নচাপের চোখারাঙানি থেকে মুক্তি পেয়েছে বাংলা! গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। ধীরে ধীরে ঝাড়খণ্ড পেরিয়ে উত্তর ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে। ফলে বঙ্গে আবহাওয়ার উন্নতি। তবে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। যার জেরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া বীরভূম, মুর্শিদাবাদে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। দক্ষিণবঙ্গে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে বলেই পূর্বাভাস। আজ বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটা কমবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ সামান্য কমবে উত্তরবঙ্গে। তবে কোনও কোনও জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে আবহাওয়া ফের বদলাবে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে।