নয়াদিল্লি : এবার কি ঘুরপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই নিশানা করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত? তাঁর একটি কথায় এমনই জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার নাগপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “৭৫ বছর বয়সে কেউ সংবর্ধনা দিতে আসলে বুঝতে হবে অবসরের সময় হয়ে গিয়েছে।” চলতি বছরের সেপ্টেম্বরে ৭৫ বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী। একই মাসে ৭৫ পূর্ণ করবেন মোহন ভাগবতও। সংঘ প্রধানের এমন মন্তব্য মোদীকে বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক কারবারিরা।
সংঘের নিয়ম অনুযায়ী এবছরই দায়িত্ব ছাড়তে হবে মোহন ভাগবতকে। মোদীও যাতে অবসরের চিন্তাভাবনা করেন, তাই এমন বার্তা দিলেন তিনি? উঠছে প্রশ্ন। ভাগবতের কথায়, “যখন ৭৫ বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে। অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে।”
ভাগবতের বক্তব্য ধরেই মহারাষ্ট্রের উদ্ধব-সেনা নেতা সঞ্জয় রাউত ফের একবার মোদীর অবসর নিয়ে বিতর্কে ঘি ঢেলেছেন। রাউতের কথায়, “মোদী হলেন সেই ব্যক্তি, যিনি লালকৃষ্ণ আডবানী, মুরলী মনোহর যোশী, যশবন্ত সিংয়ের মতো নেতাকে ৭৫ বছর বয়সে অবসর নিতে বাধ্য করেছিলেন। এখন দেখা যাক নিজের ক্ষেত্রে মোদী তা প্রয়োগ করেন কিনা!”
উল্লেখ্য, গতবছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, ৭৫ বছর বয়সে অবসর নিতে হবে, বিজেপির সংবিধানে এমন কোনও আইন নেই। সেই মতো মোদীও ৭৫ বছরে অবসর নেবেন, এমন কোনও সম্ভাবনাই নেই। ২০২৯ সাল পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রী ও সক্রিয় রাজনীতিতে থাকবেন। তাতে কি সংঘের আপত্তি থাকবে? সেই জল্পনাই উসকে দিলেন ভাগবত।