কলকাতা: বৃহস্পতিবার সকালেও মেঘলা আকাশ। টানা বৃষ্টি একপ্টু কমলেও রোদের দেখা মিলছে না। তবে দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝড়বৃষ্টি জারি থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি কলকাতায় বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। এ ছাড়া সপ্তাহভর দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভিজবে কলকাতাও। আগামী সোমবার দুই ২৪ পরগনায় ফের ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। তার আগে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।
তবে গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে। বহরমপুরে ৬৯ মিলিমিটার, পুরুলিয়ায় ৩৩ মিলিমিটার, ডায়মন্ড হারবারে ৩১.৩ মিলিমিটার, সিউড়িতে ৩০ মিলিমিটার, বাঁকুড়ায় ২৪.১ মিলিমিটার, ব্যারাকপুরে ২৪ মিলিমিটার, কৃষ্ণনগরে ২১.৪ মিলিমিটার, বর্ধমানে ১৫.৬ মিলিমিটার, আলিপুরে ১১.৬ মিলিমিটার, দমদমে ১১.৫ মিলিমিটার, উলুবেড়িয়ায় ৮ মিলিমিটার এবং শ্রীনিকেতনে ৬.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বেশি বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনায়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গে। ওই দিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও গত ২৪ ঘণ্টায় সে রকম ভারী বৃষ্টি হয়নি। দার্জিলিং-এ ২৩.২ মিলিমিটার, কালিম্পং-এ ৩১ মিলিমিটার এবং কোচবিহারে ২৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া, উত্তরের বাকি জেলাগুলিতে সামান্যই বৃষ্টি হয়েছে।