প্রতিবেদন : শেষমেশ মিলল জট কাটার ইঙ্গিত। ভারত-পাক সংঘর্ষের পর এশিয়া কাপের আয়োজন নিয়ে তৈরি হয়েছিল সংশয়। এবার কাটল সেই সংশয়ের মেঘ। আগামী ৫ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহিতে এই টুর্নামেন্ট শুরু হতে পারে। সূচি নিয়ে চলছে প্রাথমিক আলোচনা।
সূত্র মারফত জানা গিয়েছে, ৭ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের মেগা ম্যাচ দেখতে পারে ক্রিকেটবিশ্ব। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি কিছু। পুরোটাই আলোচনার স্তরে রয়েছে। আগামী ২৪ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক রয়েছে। সেই বৈঠক নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ওই নির্দিষ্ট দিনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হবে কি না, সেটাও জোর দিয়ে বলা যাচ্ছে না।
সূত্রের খবর, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে এশিয়া কাপ হওয়ার সম্ভবনা উজ্জ্বল। যদি শেষপর্যন্ত এশিয়া কাপ বাতিল হয়ে যায়, তার বিকল্প ভেবে রাখা হচ্ছে। এশিয়া কাপের ওই উইন্ডোতে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজও আয়োজিত হতে পারে।