ইন্দোর : আরও একবার সেতু-বিতর্কের কেন্দ্রে বিজেপিশাসিত মধ্যপ্রদেশ। এর আগে ‘ডবল ইঞ্জিন’ এই রাজ্যে দেখা গিয়েছিল ৯০ ডিগ্রির রেলসেতু! আর এবার দেখা গেল ‘জেড’ আকৃতির রেলসেতু! যা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে শোরগোল।
মধ্যপ্রদেশের ইন্দোরের পোলো গ্রাউন্ডের কাছে একটি রেলসেতু বানানো হচ্ছে। ভগীরথপুরা হয়ে পোলো গ্রাউন্ডের সঙ্গে লক্ষ্মীবাঈনগরের সঙ্গে সংযোগস্থাপনেই নির্মীয়মাণ এই সেতুটি। এ বার আর একটি নয়, ওই সেতুতে দু’টি এমন বাঁক বানানো হয়েছে যে, সেটি অনেকটা ইংরেজি হরফ ‘জেড’-এর মতো দেখতে। পূর্ত দফতরের এমন নির্মাণে স্বাভাবিকভাবেই অবাক স্থানীয় মানুষজন। কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।
সূত্র মারফত জানা গিয়েছে, সেতুতে একটি ৯০ ডিগ্রির বাঁক রয়েছে লক্ষ্মীবাঈনগরের দিক থেকে আসার পথে। আর একটি বাঁক রয়েছে এমআর-৪ এর দিকে। আর এই দু’টি বাঁক নিয়েই জোর বিতর্ক শুরু হয়েছে। রেলসেতুর কাছেই রয়েছে রেলের গুদাম। ট্রাকচালকেরা জানাচ্ছেন, যে ধরনের সেতুর বাঁক তৈরি করা হয়েছে, তাতে দুর্ঘটনার সম্ভাবনা প্রবল।
উল্লেখ্য, এমন ঘটনা প্রথম নয় মধ্যপ্রদেশে। অতীতে ভোপালে ৯০ ডিগ্রির রেলসেতু হতভম্ব করেছিল দেশবাসীকে। ১৮ কোটি টাকা ব্যয়ে সেই রেলসেতু নির্মাণ করা হয়। মহামই কা বাগ এবং পুষ্পনগরের মধ্যে যোগাযোগ মসৃণ করতে নিউ ভোপালের স্টেশন সংলগ্ন এলাকায় এই রেলসেতুটি তৈরি করা হয়েছিল। সেতু নির্মাণের পর সেটির একটি ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।