বনগাঁ : বড়সড় বিপাকে পড়ল বঙ্গ গেরুয়া শিবির। এবার বিজেপির পঞ্চায়েত সদস্যাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন খোদ পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতা! ঘটনাটি ঘটেছে বনগাঁর পেট্রাপোল থানার ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে। স্বাভাবিকভাবেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
নির্যাতিতার অভিযোগ, ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা শোভন তরফদার গত ৬ তারিখ রাত সাড়ে দশটা নাগাদ দলবল নিয়ে এক পঞ্চায়েত সদস্যার বাড়িতে হাজির হন। কোনও বিষয় নিয়ে বাদানুবাদ শুরু হয় তাঁদের মধ্যে। এক পর্যায়ে ওই মহিলাকে ধাক্কা দেন তিনি। শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ।
সেদিন রাতেই পেট্রাপোল থানায় ওই বিরোধী দলনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত বিরোধী দলনেতা হরিদাসপুরের বাড়ি থেকে শোভন তরফদারকে গ্রেফতার করে। ধৃতকে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ।