কলকাতা: পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় চাকরিপ্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে দেরি হচ্ছে। এমনই খবর পাচ্ছিল নবান্ন। এই খবর পাওয়ামাত্রই শীঘ্রই ব্যবস্থা নেওয়া হল রাজ্যের তরফ থেকে। এই সমস্যার সমাধান করতেই এবার নির্দেশিকা জারি করল নবান্ন।
সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে চাকরিপ্রার্থীর পুলিশ যাচাইকরণ বাধ্যতামূলক প্রক্রিয়া। এ নিয়ে গোলমালের খবর মিলতেই রাজ্যের মুখ্যসচিবের তরফে নির্দেশিকা জারি করল নবান্ন। নির্দেশিকায় জানানো হয়েছে, এবার চাকরিপ্রার্থীর নিয়োগের সুপারিশ আসার পর তাঁর পুলিশ ভেরিফিকেশন সেরে ফেলতে হবে ৩০ দিনের মধ্যে।
নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে, এই মর্মে রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিক এই কাজ নির্দিষ্ট সময়ে শেষ না করলে, সতর্ক করা হবে। তারপরও না হলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। কার্যত, নোটিসে স্পষ্ট জানানো হয়েছে চাকরিপ্রার্থীর পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল রিপোর্টের প্রক্রিয়া একমাসের মধ্যে শেষ করতে হবে।
আরও জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা কোনও নিয়োগ সংস্থা থেকে চাকরি সুপারিশপত্র আসার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এবং ইমেল মারফত চাকরিপ্রার্থীদের বিষয়টি জানিয়ে দিতে হবে। পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল রিপোর্টের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হল সেটাও জানাতে হবে চাকরিপ্রার্থীকে। সবটাই করতে হবে ৩০ দিনের মধ্যে।
নির্দেশিকায় বলা হয়েছে, উপরিউক্ত পদক্ষেপের পর ওই ব্যক্তিকে তাঁর দফতরে উপস্থিত থাকার নির্দেশ দিতে হবে। উল্লেখ্য, মুখ্যসচিবের তরফে এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে সব দফতরে।