শিমলা : এবার বিজেপিশাসিত হিমাচল প্রদেশে ঠাকুমাকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁর নাতির বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের শিমলা জেলায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্র মারফত জানা গিয়েছে, স্বামীর মৃত্যুর পর গ্রামের বাড়িতে একাই থাকেন বৃদ্ধা। মাঝে মধ্যেই তাঁর ছেলে-বউমা দেখা করতে আসেন। আসতেন ২৫ বছর বয়সি নাতিও। বৃদ্ধার অভিযোগ, ৩ জুলাই তাঁকে দেখতে বাড়িতে একাই আসে অভিযুক্ত নাতি। অভিযোগ, সেই সময় বৃদ্ধার একা থাকার সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণ করে সে।
এহেন নির্যাতনে স্বাভাবিকভাবেই অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা। প্রাথমিক ধাক্কা কাটিয়ে স্থানীয় থানায় নাতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানান তিনি। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আরও অভিযোগ, অত্যাচারের পর বেরিয়ে যাওয়ার সময় এই ঘটনা কাউকে জানালে তাঁকে খুনের হুমকি দেয় অভিযোগ পেয়ে তদন্তে নেমে অভিযুক্ত নাতিকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২) ধর্ষণ, ৩৩২(বি) ট্রেস পাসিং এবং ৩৫১(৩) অপরাধমূলক ভীতি প্রদর্শনের মামলা রুজু করা হয়েছে। বৃদ্ধার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।