প্রতিবেদন : এজবাস্টনে ইংল্যান্ডকে দুরমুশ করে টেস্ট সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। জয়ের মূল কাণ্ডারী ছিলেন অধিনায়ক শুভমন গিল ও আকাশদীপ। ব্যাট হাতে ৪৩০ রান করেছেন শুভমন। বল হাতে ১০ উইকেট নিয়েছেন আকাশদীপ। এহেন দুরন্ত পারফরম্যান্সে সুবাদে আইসিসি ক্রমতালিকায় অনেকটা উঠে এলেন দু’জনেই।
এজবাস্টন টেস্টের আগে টেস্ট ক্রমতালিকায় ২১ নম্বরে ছিলেন শুভমন। এক টেস্টে ১৫ ধাপ উঠেছেন তিনি। বুধবার প্রকাশিত আইসিসি’র নতুন ক্রমতালিকায় টেস্টে ব্যাটারদের মধ্যে ষষ্ঠ স্থানে উঠেছেন শুভমন। তাঁর রেটিং পয়েন্ট ৮০৭। টেস্টে এটাই শুভমনের সর্বাধিক রেটিং পয়েন্ট। শুভমন ছাড়া প্রথম দশে ভারতের আরও দুই ব্যাটার রয়েছেন। ৮৫৮ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে যশস্বী জয়সওয়াল ও ৭৯০ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন ঋষভ পন্থ। তাঁরাও এই সিরিজে চমৎকার ফর্মে রয়েছেন।
পাশাপাশি, বদল এসেছে তালিকার শীর্ষস্থানেও। এতদিন এক নম্বরে ছিলেন ইংল্যান্ডের জো রুট। এজবাস্টনে রান পাননি তিনি। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডেরই হ্যারি ব্রুক তাঁকে টপকে শীর্ষে পৌঁছে গিয়েছেন। এজবাস্টনে প্রথম ইনিংসে শতরান করেছেন তিনি। আগের টেস্টে দুই ইনিংসেই ভাল খেলেছেন জেমি স্মিথ। প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসেও শতরানের কাছে পৌঁছেছেন তিনি। তার পুরস্কারও পেয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক। ১৬ ধাপ উঠে ১০ নম্বরে তিনি।
অন্যদিকে, নজর কেড়েছেন দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারও। জিম্বাবোয়ের বিরুদ্ধে এক ইনিংসে অপরাজিত ৩৬৭ রানের ইনিংস খেলেছেন তিনি। লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার সুযোগ থাকলেও তিনি তা করেননি। লারাকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ত্রিশতরানের ইনিংসের পর ৩৪ ধাপ উঠেছেন মুল্ডার। ৫৬ থেকে ২২ নম্বরে উঠে এসেছেন তিনি।
আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের যশপ্রীত বুমরা। তাঁর রেটিং পয়েন্ট ৮৯৮। এজবাস্টনে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে এক লাফে ৩৯ ধাপ উঠেছেন বাংলার আকাশদীপ। ৪৫২ রেটিং পয়েন্ট নিয়ে ৮৪ থেকে ৪৫ নম্বরে উঠেছেন তিনি। ছ’ধাপ উঠেছেন ভারতের আর এক পেসার মহম্মদ সিরাজ। এজবাস্টনে সাত উইকেট নিয়ে ২৮ থেকে ২২ নম্বরে উঠেছেন তিনি। টেস্ট অলরাউন্ডারদের তালিকাতেও রবীন্দ্র জাদেজা নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৩৯১। এই তালিকাতেও লাফ মেরেছেন মুল্ডার। ১৫ থেকে তিন নম্বরে উঠে এসেছেন তিনি। ২৮৪ রেটিং পয়েন্ট তাঁর।