পাটনা : ফের বিভ্রাটের কবলে পড়ল ইন্ডিগোর বিমান। বুধবার পাটনা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল উড়ানটির। কিন্তু টেক অফের পরই বিমানের ডানায় লাগল পাখির ধাক্কা! দিল্লি না গিয়েই উড়ান ফিরে এল পাটনায়।
তবে ঘটনায় উড়ানটির কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সুরক্ষিত রয়েছেন বিমানের সকল যাত্রী এবং ‘ক্রু’-রা। এদিন সকাল ৮টা ৪২ মিনিট নাগাদ বিমানটি পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু উড়ানের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি একটি পাখির সঙ্গে ধাক্কা খায়। ফলে নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট বিমানটিকে পুনরায় পাটনায় ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। যোগাযোগ করা হয় পাটনা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সবুজ সংকেত মিলতেই ফিরে যায় উড়ানটি।
ওই বিমানে মোট ১৬৯ জন যাত্রী ছিলেন। যদিও এই ঘটনায় তেমন কোনও বিপদ ঘটেনি। সকাল ৯টা ৩ মিনিট নাগাদ বিমানটি পাটনা বিমানবন্দরে অবতরণ করে। পাখির ধাক্কার ফলে উড়ানটিতে কোনও যান্ত্রিক গোলযোগ তৈরি হয়েছে কি না তা খতিয়ে দেখেন ইঞ্জিনিয়াররা। সূত্রের খবর, যাত্রীদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করে বিমান সংস্থাটি। “এই ঘটনার আমরা দুঃখিত। যাত্রীদের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে। তাই জন্যই বিমানটিকে পাটনায় ফিরিয়ে আনা হয়। পরে যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়”, জানিয়েছেন ইন্ডিগোর এক মুখপাত্র।