প্রতিবেদন : তিরন্দাজি বিশ্বকাপে দেশকে গৌরবান্বিত করলেন দুই ভারতীয় তিরন্দাজ ঋষভ যাদব এবং জ্যোতি সুরেখা ভেন্নাম। বর্তমানে মাদ্রিদে চলছে আর্চারি ওয়ার্ল্ড কাপ। সেখানেই বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ ও জ্যোতি। কম্পাউন্ড মিক্সড ইভেন্টে মোট ৭০ বার ‘বুলস আই’ মেরে ১৪৩১ পয়েন্ট সংগ্রহ করেছেন দুই তিরন্দাজ! যা একটি অনন্য নজির।
ডেনমার্কের তানজা গেলেনথিয়েন ও মাথিয়াস ফুলেরটনের রেকর্ড ভেঙেছেন ঋষভ ও জ্যোতি। ২০২৩ সালে ইউরোপীয় গেমসে ১৪২৯ পয়েন্ট অর্জন করেছিলেন তাঁরা। পুরুষদের কম্পাউন্ড যোগ্যতা অর্জনের রাউন্ডে শীর্ষস্থান অর্জন করেন ঋষভ যাদব। ৭২ বারের মধ্যে ৬৮ বার ১০ পয়েন্ট স্কোর করেন তিনি। এরমধ্যে ৩৫ বার মারেন বুলস আই। এটি কোনও আন্তর্জাতিক ইভেন্টে তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। আপাতত বছরটা দুর্দান্ত কাটছে ঋষভের। মে মাসে সাংহাই লেগে দেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। পাশাপাশি, মহিলাদের কম্পাউন্ড ইভেন্টে যোগ্যতা অর্জন কাউন্ডে ৭১৫ পয়েন্ট স্কোর করেছেন জ্যোতি। তিনিও ঋষভের মতোই ৭২ বারের মধ্যে ৬৮ বার ১০ পয়েন্ট পেয়েছেন। তিনিও ‘বুলস আই’ মেরেছেন ৩৫ বার। ঋষভের মতো এই পারফরম্যান্স জ্যোতিরও ব্যক্তিগত শ্রেষ্ঠ।
বিশ্বরেকর্ড গড়ার পর ঋষভ জানান, “এখন আমরা চতুর্থ স্টেজে আবার একসঙ্গে খেলছি। দু’জনেই ভালো খেলেছি। ধারাবাহিকতা বজায় রাখতে পেরে খুশি। আগামী অলিম্পিকে কম্পাউন্ট মিক্সড টিম ইভেন্ট রয়েছে। এই সাফল্যে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। এই বছরের শুরুতে আমরা ফ্লোরিডাতেও সোনা জিতেছিলাম। এরপর দু’টো ইভেন্টে নামিনি। আবার একসঙ্গে খেলব ভেবে ভালো লাগছে। দু’জনই ভালো খেলেছি।”
উল্লেখ্য, এমন কৃতিত্বের পর ঋষভ এবং জ্যোতি ২০২৫ সালের গোয়াংজু বিশ্ব তিরন্দাজ চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করেছেন। আগের তিনটি বিশ্বকাপে শীর্ষ স্থান অর্জন করতে পারেননি জ্যোতি। এবার পূরণ হয়েছে স্বপ্ন। “এই বছরটা ভালো খেলেছি। তবুও মনে হচ্ছিল, কোথাও একটা সমস্যা হচ্ছে। কিন্তু সকালের অনুশীলনের পর থেকে মনে হচ্ছিল ছন্দে রয়েছি। এই ছন্দ আমি কোর্টেও বজায় রাখতে চেয়েছিলাম। আগামী দিনেও আশা করি ভালো খেলব”, জানান তিনি।