ভুবনেশ্বর : রাস্তার শোচনীয় পরিস্থিতি। যার জেরে এগোতেই পারল না অ্যাম্বুল্যান্স। আটকে গেল চাকা। বাধ্য হয়ে প্রসূতি মহিলাকে বাঁশের ঝোলায় নিয়ে পায়ে হেঁটে ১০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে হাসপাতালে পৌঁছলেন পরিজনরা! এমনই ঘটনা ঘটেছে বিজেপিশাসিত ওড়িশার ভোজগুড়া গ্রামে।
ঘটনাটি রবিবার বিকেলের। যে মহিলাকে বাঁশের ঝোলায় করে নিয়ে যাওয়া হয়, তাঁর নাম সুনাই। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বরিবার দুপুরের পর প্রসববেদনা অনুভব করেন সুনাই। হাসপাতালে যাওয়ারর জন্য তড়িঘড়ি একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়। অ্যাম্বুল্যান্সকে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বেশ কিছুটা গিয়েই আটকে যায় চাকা। যে জায়গায় অ্যাম্বুল্যান্সটি আটকে যায় সেখান থেকে হাসপাতালের দূরত্ব ছিল ১০ কিলোমিটার। তাই একটি বাঁশের মধ্যে চেয়ার বেঁধে তাতে বসিয়ে নিয়ে যাওয়া হয় প্রসূতিকে।
কর্দমাক্ত রাস্তা পেরিয়ে বহু কষ্টে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের পৌঁছয় অ্যাম্বুল্যান্সটি। শেষ খবর পাওয়া পর্যন্ত রবিবার সন্ধ্যায় একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। এদিকে এই ঘটনা ওড়িশার নাগরিক পরিষেবার তথৈবচ অবস্থাকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। বিজেপিশাসিত সরকারকে কটাক্ষ করেছে বিরোধীরা। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি সরকারের তরফে।