প্রতিবেদন : রবিবার এজবাস্টনে(Edgbaston Test) এসেছে ঐতিহাসিক জয়। ইংল্যান্ডকে ৩৩৬ রানের পাহাড়প্রমাণ ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে টিম ইন্ডিয়া। ইতিহাসে প্রথমবার এজবাস্টনে টেস্ট জিতল ভারত। বিদেশের মাটিতে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়। এদিনের জয়ের পর চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এলেন শুভমনরা। আইসিসি টেস্ট ক্রমতালিকাতেও ভারত রয়েছে চতুর্থ স্থানে।
Read More: ‘বিজেপির কাছে হিন্দুত্ব শিখব না’, একই মঞ্চ থেকে হুঙ্কার উদ্ধব-রাজ ঠাকরের
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে আপাতত দুটি টেস্ট খেলেছে ভারত। একটায় জিতে ভারতের সংগ্রহে ১২ পয়েন্ট। একই অবস্থায় রয়েছে ইংল্যান্ডও। তবে পয়েন্ট তালিকায় তারা তৃতীয় স্থানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরেও সকলের উপরে রয়েছে অস্ট্রেলিয়া। একটি টেস্ট খেলে তাদের সংগ্রহ ১০০ শতাংশ পয়েন্ট। বাংলাদেশের সঙ্গে দুই ম্যাচের সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। এক ম্যাচ জিতে এবং অপরটি ড্র করে তাদের ঝুলিতে ৬৬.৬৭ পয়েন্ট। ক্রমতালিকায় তারা আপাতত দ্বিতীয়।(Edgbaston Test)
Link: https://x.com/ekhonkhobor18/status/1941514654955733149
পাশাপাশি, র্যাঙ্কিংয়ে ভারতের পর রয়েছে বাংলাদেশ। তাদের সংগ্রহে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট। সিরিজের প্রথম টেস্ট হেরে শূন্য পয়েন্টে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একেবারে তলায় রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলে অভিযান শুরু হয়নি তাদের।