প্রতিবেদন : অবশেষে মার্কিন মুলুকে গ্রেফতার হলেন ভারত থেকে পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর ভাই নেহাল মোদী। নেহালকে প্রত্যর্পণে মার্কিন প্রশাসনের উপর চাপ তৈরি করেছিল ভারতের দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। সেই কারণে নীরবের ভাইকে গ্রেফতারে তৎপর হয় হোয়াইট হাউস, এমনটাই অনুমান।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) আর্থিক তছরুপের মামলায় নীরবের পাশাপাশি অভিযুক্ত ৪৬ বছরের নেহালও। দাদার মতোই তাঁর বিরুদ্ধে দেশে বিরাট অঙ্কের প্রতারণার মামলা রয়েছে। তিনি বর্তমানে বেলজিয়ামের নাগরিক। জানা গিয়েছে, শুক্রবার ৪ জুলাই তাঁকে গ্রেফতার করেছে মার্কিন প্রশাসন। সিবিআই এবং ইডির প্রত্যার্পণের অনুরোধে রেড কর্নার নোটিশ জারি করেছিল ইন্টারপোল। এর পরেই নেহালকে গ্রেফতার করা হল। শনিবার তাঁকে আমেরিকার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেন সে দেশের তদন্তকারীরা। আগামী ১৭ জুলাই আমেরিকার আদালত পরবর্তী শুনানি রয়েছে।
উল্লেখ্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-সহ ভারতের একাধিক ব্যাঙ্কে জালিয়াতির পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন নীরব মোদী। একইভাবে পালিয়ে গিয়েছিলেন তাঁর আত্মীয় মেহুল চোকসিও। এরপর ২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেফতার হন নীরব মোদী। প্রায় বছরখানেক আগেই আদালতে তিনি জানান, “আমার সমস্ত সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়েছে। আইনজীবীর ফি দেওয়ারও সামর্থ্য নেই।” সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করতে দেখা যায় তাঁকে। গত বছর ঋণখেলাপি ব্যবসায়ীর ২৯ কোটি ৭৫ লক্ষ টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনে বাজেয়াপ্ত করা হয় নীরবের এই বিপুল সম্পত্তি।