মুম্বই: দুই দশক হয়ে গিয়েছে দুই ভাইয়ের মধ্যে সমীকরণ মেলেনি। তবে এবার একইসঙ্গে দুই ঠাকরে ভাইকে। শনিবার মহারাষ্ট্রে মহামিছিলে একসঙ্গে রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরে। ‘তিন ভাষা ফর্মুলা’ নিয়ে মহারাষ্ট্রে উত্তাল পরিস্থিতি। বিজেপির এই ফর্মুলার বিরোধিতায় জোরদার প্রতিবাদ তৈরি হয়েছে মহারাষ্ট্রে। এই আবহে রাজ্যের স্কুলগুলিতে হিন্দি ভাষা বাধ্যতামূলক সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহার করেছে মহারাষ্ট্র সরকার। এই সাফল্যকে মারাঠি অস্মিতার জয় হিসেবেই দেখছে রাজ্যবাসী। এই জয় উদযাপনের জন্যই মহামিছিলে একসঙ্গে পাশাপাশি থাকবেন রাজ ও উদ্ধব ঠাকরে।
পূর্বেই হিন্দি আগ্রাসনের প্রতিবাদে যৌথ কর্মসূচি ঘোষণা করেন ঠাকরেরা দুই ভাই। দুজনেই বলেন, মহারাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজ করতে বিশেষ আপত্তি নেই তাঁদের। তবে দুই দশক পরে দুই ঠাকরের একসঙ্গে আসায় উঠছে জল্পনা। তবে নয়া কোনও সমীকরণ তৈরি হতে পারে আগামীতে! তা নিয়ে এখন নানারকম কানাঘুষো শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে।
মহারাষ্ট্রের রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই একটা কানাঘুষো শোনা যাচ্ছে। বলা হচ্ছে, নিজেদের অস্তিত্ব বাঁচাতে নাকি বৃহন্মুম্বই পুরনিগমের নির্বাচনে একসঙ্গে লড়তে চলেছে শিব সেনার উদ্ধব গোষ্ঠী এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। আসলে সদ্যই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে দু’দলের। উদ্ধব কোনওরকমে মুম্বই এলাকায় নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছেন। আর রাজ ঠাকরে নিজের ছেলেকেও জেতাতে পারেননি। দুই দলই অস্তিত্বের সংকটে।
অস্তিত্ব বাঁচাতে পুরনো পারিবারিক বিবাদে ঠাকরে পরিবার এক ছাতার তলায় চলে এলে অবাক হওয়ার কিছু থাকবে না। ফলে শনিবারের মহামিছিলে চোখ থাকবে ওয়াকিবহাল মহলের। রাজ ও উদ্ধব জোট বাঁধলে তা যে বর্তমান সরকারের জন্য বাড়তি চাপ তৈরি করবে তা বলাই বাহুল্য।