নয়াদিল্লি : চলতি মাসেই শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। এবার তার মেয়াদ এক সপ্তাহ বাড়িয়ে দিল কেন্দ্র। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, আগামী ২১ জুলাই বাদল অধিবেশন শুরু হবে। চলবে ১২ আগস্ট পর্যন্ত। তবে শেষ মুহূর্তে অধিবেশনের মেয়াদ এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্যসভার সচিবালয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ২১ জুলাই বাদল অধিবেশন শুরু হবে। চলবে ২১ আগস্ট অবধি।
এর মাঝে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ১৫ আগস্ট অধিবেশন বন্ধ থাকবে। তাছাড়া স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতির জন্য ১৩ ও ১৪ তারিখ অধিবেশন বসবে না। সব মিলিয়ে মোট ২১টি অধিবেশন হবে সংসদের দুই কক্ষেই। অর্থাৎ আগের থেকে এক সপ্তাহ বেশি হচ্ছে অধিবেশনের মেয়াদ। অধিবেশন শুরুর আগে রীতি মেনে ১৯ জুলাই সর্বদল বৈঠকও ডাকছে কেন্দ্র।
অপারেশন সিঁদুর বা পহেলগাঁও হামলা নিয়ে সংসদে বিশেষ কোনও অধিবেশন হচ্ছে না, তা আগেই স্পষ্ট করেছে মোদী সরকার। বস্তুত অপারেশন সিঁদুর এবং ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে সংসদে আলোচনা এড়িয়েই যেতে চাইছে তারা। কিন্তু তা যে একেবারেই সম্ভব নয়, তাও বুঝতে পারছে বিজেপি। তাছাড়া আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পরও এটাই প্রথম সংসদ অধিবেশন। স্বাভাবিকভাবেই সংসদে উঠতে চলেছে এই দুই বিষয়। ওই দুই ইস্যুতেই যে বিরোধীরা সরব হবেন, তা বলাই বাহুল্য।
এরই পাশাপাশি ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) বা বিশেষ সংশোধনের এর কাজ নিয়েও একাধিক অভিযোগ রয়েছে বিরোধীদের। ইন্ডিয়া জোটের দাবি, ঘুরপথে ‘ভোটবন্দি’ করতে চাইছে বিজেপি। বাংলার শাসকদল তৃণমূলের বক্তব্য, বাংলায় তাদের হারাতে কমিশন এবং বিজেপি যৌথভাবে অসাংবিধানিক পদক্ষেপ নিচ্ছে। এই ইস্যুতেও একজোট হয়ে সংসদে সুর চড়াতে পারে বিরোধীরা।