প্রতিবেদন : মেঘালয়ের ‘হানিমুন হত্যাকাণ্ড’-এর তদন্তে এল নয়া মোড়। উঠল চাঞ্চল্যকর অভিযোগ। কেবল প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করাই নয়, স্বামী রাজার মৃত্যুর পর প্রেমিক রাজকে বিয়েও করে সোনম রঘুবংশী! এমনই দাবি করেছেন রাজার দাদা বিপিন রঘুবংশী। তিনি জানান, ভাইকে খুন করার পরই প্রেমিক রাজ কুশওয়াহকে বিয়ে করে সোনম।
হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে দ্বিতীয় একটি মঙ্গলসূত্রের হদিশ পেয়েছে। এই দ্বিতীয় মঙ্গলসূত্রকে কেন্দ্র করেই যাবতীয় রহস্য। রাজা রঘুবংশীর দাদা বিপিন রঘুবংশীর দাবি, পুলিশ দ্বিতীয় যে মঙ্গলসূত্র উদ্ধার করেছে সেটা সম্ভবত রাজ ও সোনমের বিয়ের প্রতীক। সোনমের কাছে দুটি মঙ্গলসূত্র পাওয়া গিয়েছে। প্রথমটি তাঁর পরিবার থেকে উপহার দেওয়া। আর দ্বিতীয়টি রাজ কুশওয়াহার দেওয়া। বিপিন জানান, “রাজাকে খুন করার পর রাজ আর সোনম যখন আত্মগোপন করল তখনই তারা বিয়ে করেছে।”
প্রসঙ্গত, গত ২০ মে মধুচন্দ্রিমায় মেঘালয়ে ঘুরতে যান নবদম্পতি রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশী। ২৩ মে চেরাপুঞ্জিতে পৌঁছনোর পর নিখোঁজ হয়ে যান দম্পতি। এই ঘটনার ১১ দিন পর জলপ্রপাতের খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। তবে খোঁজ পাওয়া যায়নি সোনমের। এরই মাঝে গাজিপুর থেকে বাড়িতে ফোন করে সোনম। সেই ফোনের সূত্র ধরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ সোনমের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের অনুমান, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার লক্ষ্যেই স্বামীকে রাজাকে খুনের ছক কষে সোনম। সেই কাজে তাঁকে সাহায্য করে প্রেমিক রাজ। তারই কয়েকজন সহযোগী খুন করে রাজাকে। সেই কাজের জন্য রাজ সহযোগীদের টাকাও দেয়। এরপর সোনম নাকি বিয়েও সেরে ফেলেছিলেন রাজের সঙ্গে।