প্রতিবেদন : আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর এখনও কাটেনি এক মাস। বিমানের রক্ষণাবেক্ষণ ও যাত্রী নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া। এর মধ্যেই ফের অস্বস্তিতে তারা। আর্থিক সাহায্য দিতে গড়িমসি, ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়ার নামে সংবেদনশীল তথ্য চাওয়ার মতো বিস্ফোরক অভিযোগে ফের কাঠগড়ায় ভারতীয় বিমান সংস্থাটি।
যদিও এয়ার ইন্ডিয়া সেই সব অভিযোগ খারিজ করে দিল। তাদের দাবি, কারও কাছে কোনও সংবেদনশীল নথি চাওয়া হয়নি। তবে আর্থিক সাহায্যের ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করার দরকার হয়। সেগুলি বাধ্যতই করতে হচ্ছে তাদের। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ২৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গুজরাট প্রশাসন। আহত আরও বেশ কয়েকজন।
ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার তরফে মৃতদের পরিবার পিছু ১ কোটি টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। আহতদের চিকিৎসার সব দায়িত্বও নিয়েছে সংস্থা। আন্তর্জাতিক নিয়মেই বিমানসংস্থা দুর্ঘটনায় মৃতদের মোটা অঙ্কের আর্থিক সাহায্য করতে বাধ্য উড়ান সংস্থাগুলি। কিন্তু অভিযোগ উঠছে, এয়ার ইন্ডিয়া ঘোষণার পরও বহু মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের টাকাটা এখনও দেয়নি। উলটে ফর্ম পূরণের জন্য এমন কিছু তথ্য দাবি করছে যা গোপন এবং আর্থিকভাবে সংবেদনশীল!
বহু বিদেশি যাত্রী ইতিমধ্যেই অভিযোগ করেছেন এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। ব্রিটেন ও আমেরিকার একাধিক ল’ফার্ম ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতদের পরিবারের তরফে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি শুরু করেছে। স্রেফ ব্রিটেনেরই ৪০টি পরিবার এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। যদিও মৃত যাত্রীদের পরিবারগুলির সব অভিযোগই খারিজ করে দিয়েছে এয়ার ইন্ডিয়া।