কলকাতা: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। ফলে জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ গোটা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তাল হতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য জারি নিষেধাজ্ঞা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি বেশি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কমবে। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা।
উত্তরবঙ্গে সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে প্রায় সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে ফের বাড়বে বৃষ্টি। বাংলা ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
প্রসঙ্গত, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ সেলসিয়াস কম। রবিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম।