প্রতিবেদন : এখনও কাটেনি আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার রেশ। এর মধ্যেই ফের নতুন বিপাকে এয়ার ইন্ডিয়া। সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক ল’ফার্ম। এর মধ্যে উল্লেখযোগ্য হল ব্রিটেনের কিস্টোন এবং আমেরিকার উইনসার ল’ফার্ম। শীঘ্রই তারা ভারতীয় বিমান সংস্থাটির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। এয়ার ইন্ডিয়ার পাশাপাশি মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িংয়ের বিরুদ্ধেও এই ফার্মগুলি দ্বারস্থ হতে পারে আদালতের।
এপ্রসঙ্গে কিস্টোন ল’ফার্মের এক অংশীদার জেমস হিলি প্র্যাট বলেন, “আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ব্রিটেনের যে নাগরিকদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। বর্তমানে আমরা সমস্ত নথি এবং এখনও পর্যন্ত যে তথ্যগুলি প্রকাশ্যে এসেছে, সেগুলি খতিয়ে দেখছি। এয়ার ইন্ডিয়ার পাশাপাশি আমরা বোয়িং-এর বিরুদ্ধেও লন্ডন হাই কোর্টে মামলা দায়েরের কথা ভাবছি।”

পাশাপাশি ল’ফার্মটির তরফে জানানো হয়েছে, মন্ট্রিল কনভেনশনের মতো আন্তর্জাতিক আইন দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলিকে আমেরিকা কিংবা ব্রিটেনে মামলা দায়ের করার অনুমতি দেয়। এই আইন অনুযায়ী, কোনও বিমান সংস্থার বিমান এই সমস্ত দেশে পরিষেবা প্রদান করলে অথবা এই দেশগুলির সঙ্গে যদি আক্রান্তদের যোগ থাকে, তাহলে মামলা দায়ের করা যায়। এক্ষেত্রে কোনও যাত্রীর মৃত্যু হলে অথবা আক্রান্ত হলেও ওই বিমান সংস্থাকে সম্পূর্ণরূপে দায়ী করা যায়। মামলার নিরিখে নির্ধারিত হয় ক্ষতিপূরণের অঙ্ক।
উল্লেখ্য, গত ১২ জুন দুপুরে টেক অফের খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানিনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন। এই দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার আরও একাধিক বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে।