ভোপাল : দুর্নীতির ভয়াবহ প্রতিচ্ছবি ফুটে উঠল বিজেপিশাসিত মধ্যপ্রদেশে। এবার সে রাজ্যে খোদ মুখ্যমন্ত্রীর গাড়ি এবং তাঁর কনভয়ের গাড়িগুলিতে ভরে দেওয়া হল জল মেশানো ডিজেল! যার।জেরে শুক্রবার এক অনুষ্ঠানে যাওয়ার পথে আচমকাই প্রবল ঝাঁকুনি খেয়ে অচল হয়ে গেল কনভয়ের ১৯টি গাড়ি! অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। বিমানবন্দরে নেমে রতলামের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। কনভয়ের সবক’টা গাড়ি পরপর খারাপ হয়ে যাওয়ায় গভীর অস্বস্তিতে পড়েন তিনি।
প্রশাসন সূত্রে খবর, শুক্রবার মধ্যপ্রদেশে রতলামে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মোহন যাদবের। একসঙ্গে ১৯টি গাড়িতে ডিজেল ভরা হয়। তেল ভরে পেট্রোল পাম্প থেকে গাড়িগুলি এগোনোর এক মিটারের মধ্যে দাঁড়িয়ে পড়ে। পরিস্থিতি বিপজ্জনক হওয়ায় দ্রুত গাড়ি পরীক্ষা করে দেখা যায়, গাড়িতে যে ডিজেল ভরা হয়েছিল তাতে জল মেশানো।

যদিও এরপর বিকল্প গাড়ির ব্যবস্থা করে রতলামে নির্ধারিত অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। ঘটনায় স্বাভাবিকভাবেই তোলপাড় মধ্যপ্রদেশ। মুখ্যমন্ত্রীর গাড়ির কনভয়ের জ্বালানিতেই যদি জল মেশানো হয়, তাহলে সাধারণ মানুষের কী হবে? উঠছে প্রশ্ন। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, মুখ্যমন্ত্রীর কনভয় রওনা হওয়ার ঠিক আগেই স্থানীয় একটি পেট্রোল পাম্প থেকে ডিজেল ভরা হয়েছিল কনভয়ের প্রতিটি গাড়িতে। গাড়িগুলি একসঙ্গে খারাপ হয়ে যাওয়ার পরেই কয়েকজন অভিজ্ঞ চালক বুঝতে পারেন, জল মেশানো হয়েছে পেট্রোলে। তাঁদের সন্দেহ যে অমূলক নয়, তা প্রমাণ হয়ে যায় কিছুটা পরেই। এক ব্যক্তি বোতলে ভরে ডিজেল নিয়ে যাচ্ছিলেন ওই পাম্প থেকে। দেখা যায়, তাতেও জল মেশানো!
উল্লেখ্য, জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ নেয়নি মোদী সরকার। ফলত দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল বা ডিজেলে মিশছে ভেজাল। আর বিজেপিশাসিত রাজ্যগুলিতেই যে সেই দুর্নীতি সবথেকে বেশি এবার, তা এবার হাড়ে হাড়ে টের পেলেন বিজেপির মুখ্যমন্ত্রী মোহন যাদব। ইতিমধ্যেই সিল করা হয়েছে ওই পেট্রোল পাম্প। শুরু হয় কর্মী ও মালিকদের জিজ্ঞাসাবাদ। কিন্তু কোনও গ্রেফতারের খবর নেই এখনও পর্যন্ত।