রাঁচি: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর থেকেই উড়ান নিয়ে বিভ্রাট লেগেই রয়েছে৷ ফের একবার সমস্যার মুখে পাটনাগামী ইন্ডিগো বিমানের যাত্রীরা। যান্ত্রিক ত্রুটির জেরে উড়তেই পারল না পাটনাগামী ইন্ডিগোর বিমান। বিমানের চাকায় গোলযোগ! অবশেষে কর্তৃপক্ষের তরফে উড়ানটিকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথমে শুক্রবার দুপুরে কলকাতা রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে যাত্রা শুরু করে ইন্ডিগোর এই বিমান। দুপুর ৩টে ১৫ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে রাঁচির পরে পাটনা এবং লখনউতে যাওয়ার কথা এই বিমানটির। কিন্তু রাঁচি পৌঁছনোর পরেই ধরা পড়ল বিমানের গোলযোগ! তারপরই উড়ানটিকে বাতিল করে দেওয়া হয়। পরে যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করে ইন্ডিগো।
রাঁচি থেকে ওড়ার আগে যখন বিমানটির পরিস্থিতি খতিয়ে দেখা হয়, তখনই উড়ানটির যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন বিমানকর্মীরা। জানা যায়, বিমানটির একটি চাকায় কিছু গোলযোগ দেখা দেয়। যদিও ইন্ডোগোর তরফে এবিষয়ে আনু্ষ্ঠানিকভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক আধিকারিক জানিয়েছেন, “বড়সড় কোনও যান্ত্রিক ত্রুটি হয়নি। তবে উড়ানটির চাকায় কিছু গোলযোগ দেখা যায়। এমনকী পাইলট জানান, টায়ারে হাওয়ার পরিমাণও কমে গিয়েছে। তাই যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখে রাঁচিত থেকে আর উড়তে দেওয়া হয়নি বিমানটিকে। যাত্রীদের বিকল্প বিমানের ব্যবস্থা করা হয় বিমান সমস্থাটির তরফে।”