বারাণসী: সম্প্রতি আরএসএসের পক্ষ থেকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতান্ত্রিক’ শব্দ দু’টি বাদ দেওয়া উচিত কিনা, এই প্রশ্ন তোলা হয়। এরপরেই এ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। এবার সেই বিতর্ককেই আরও উসকে দিলেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁ্র দাবি, ভারতে সমাজবাদের কোনও প্রয়োজন নেই। ধর্মনিরপেক্ষতাও ভারতীয় সংস্কৃতির মূল নয়।
সম্প্রতি আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে দিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, ”এমার্জেন্সির সময় ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দু’টি যোগ করা হয় ভারতীয় সংবিধানে। এগুলি সংবিধানের মূল প্রস্তাবনায় ছিল না। পরে এই শব্দগুলি আর সরানো হয়নি। এগুলিকে সরানো হবে কিনা তা নিয়ে অবশ্যই বিতর্ক হওয়া দরকার। এমার্জেন্সির সময় অধিকার ছিল না, ন্যায়বিচার ছিল না। সেই সময়ই এই শব্দগুলি যোগ করা হয়।”
এবার এ নিয়ে ‘এমার্জেন্সি’র ৫০ বছর পূর্তিতে বারাণসীতে আয়োজিত এক অনুষ্ঠানে শিবরাজ সিং চৌহান বলেন, ”ভারতে সমাজতন্ত্রের কোনও প্রয়োজন নেই। ধর্মনিরপেক্ষতা আমাদের সংস্কৃতির মূলও নয়। তাই এই বিষয়ে অবশ্যই আলোচনা হওয়া দরকার।” চৌহানের এই মন্তব্য নিয়ে বিতর্কে শুরু হয়েছে। এ নিয়ে বিরোধীরাও প্রতিবাদে সরব হয়েছেন।
পাশাপাশি জরুরি অবস্থা সম্পর্কে তাঁর ক্ষোভও প্রকাশ করে তিনি বলেন, ”বাহ্যিক নিরাপত্তার জন্য কোনও ভয় ছিল না। অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যও কোনও বিপদ ছিল না। একমাত্র ভয় ছিল প্রধানমন্ত্রীর চেয়ার নিয়ে। তাই ১৯৭৫ সালের ২৫ জুন রাতে, মন্ত্রিসভার কোনও বৈঠক না করেই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।”