প্রতিবেদন : মোদী-জমানায় আরও একবার প্রকট হয়ে উঠল রেলের অব্যবস্থার চিত্র। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আরাক্কোনাম-কাটপাডি মেমু প্যাসেঞ্জার ট্রেন। তামিলনাড়ুর রানীপেট জেলার চিত্তেরির কাছে লাইনচ্যুত হয় যায় ট্রেনটি। তবে ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে।
সূত্র জানাচ্ছে, শনিবার ভোরের দিকে চিত্তেরি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই বিকট শব্দ ভেসে আসে। তড়িঘড়ি লোকো পাইলট ট্রেনটি থামানোর চেষ্টা করতেই ঘটে বিপত্তি। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি কামরা। তাঁদের দাবি, লাইনচ্যুত হওয়ার সময় নাকি লাইনের একাংশ ভেঙেও যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। তাঁরা জানান, যাত্রীরা কেউ হতাহত হননি। তবে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে ওই লাইনে পরিষেবা বিঘ্নিত হয়েছে। মেরামতির কাজ শুরু হয়েছে। আরাক্কোনাম-কাটপাডি মেমু প্যাসেঞ্জার ট্রেনটিকে লাইনে ফেরানোর চেষ্টাও চলছে। তবে কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে বা কোনও ট্রেন এই ঘটনার কারণে বাতিল হয়েছে কি না, তা এখনও জানায়নি রেল কর্তৃপক্ষ। তবে এদিনের ঘটনায় যে ফের রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল, তা বলাই বাহুল্য।