কলকাতা: ফের বাতিল একাধিক লোকাল ট্রেন। ভোগান্তির মুখে যাত্রীরা। শনি ও রবিবার শিয়ালদহ-দমদম শাখায় বাতিল মোট ২৭ টি ট্রেন। শিয়ালদহ ও দমদমের মাঝে চলবে ব্রিজের গার্ডার বদলের কাজ। ২৮ জুন রাত ১০ টা ১৫ মিনিট নাগাদ শুরু হবে কাজ। চলবে পরেরদিন সকাল ৮ টা পর্যন্ত।
রেল সূত্রে খবর, শনিবার রাতে বাতিল ১৪টি ট্রেন। রবিবার চলবে না ১৩ টি ট্রেন। এছাড়া বেশ কিছু যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিষেবা বন্ধের আগে চালানো হবে স্পেশাল ট্রেনও। ১০ ঘণ্টা বিঘ্নিত হবে শিয়ালদহ থেকে বনগাঁ, হাসনাবাদ, ও মেন লাইনের ট্রেন পরিষেবা।
শনিবার বাতিল থাকছে, আপ শিয়ালদহ – গোবরডাঙ্গা আপ 33685 ও ডাউন 33686ডাউন শিয়ালদহ – কৃষ্ণনগর সিটি 31838আপ শিয়ালদহ – বারাসাত 33401, 33447 ও ডাউন 33402, 33436আপ শিয়ালদহ – দত্তপুকুর 33621 ও ডাউন 33628ডাউন বারাকপুর – শিয়ালদহ 31236আপ দমদম – বারাকপুর 33231 ও ডাউন 33232আপ দমদম – গোবরডাঙ্গা 33271আপ শিয়ালদহ – বনগাঁ 33859 9 ডাউন 33858আপ শিয়ালদহ – নৈহাটি 31429, 31435, 31445, 31447 ও ডাউন 31436, 31438, 31444, 31446আপ শিয়ালদহ – রানাঘাট 31601, 31623, 31629, 31631 ও ডাউন 31602, 31636আপ বিধাননগর – ব্যারাকপুর 31261আপ শিয়ালদহ – ব্যারাকপুর 31239 ও ডাউন 31238আপ শিয়ালদহ – হাসনাবাদ 33533 ও ডাউন 33538আপ শিয়ালদহ – শান্তিপুর 31541 ও ডাউন 31538
রবিবার বাতিল থাকছে, আপ শিয়ালদহ – দত্তপুকুর 33613 ও ডাউন 33612, 33616আপ শিয়ালদহ – হাসনাবাদ 33513 ও ডাউন 33514ডাউন বারাসাত – শিয়ালদহ 33432আপ বারাসাত – দত্তপুকুর 33357আপ শিয়ালদহ – বারাকপুর 31213, 31221 ও ডাউন 31214আপ শিয়ালদহ – শান্তিপুর 31513 ও ডাউন 31512, 31514আপ শিয়ালদহ – গেদে 31913 ও ডাউন 31912আপ শিয়ালদহ – নৈহাটি 31471, 31415 ও ডাউন 31412আপ শিয়ালদহ – কৃষ্ণনগর সিটি 31815, 31817 ও ডাউন 31812, 31818আপ শিয়ালদহ – কল্যাণী সীমান্ত 31311, 31313, 31315 ও ডাউন 31312, 31314, 31316আপ শিয়ালদহ – রানাঘাট 31615, 31617 ও ডাউন 31612, 31614আপ শিয়ালদহ – বনগাঁ 33813, 33821 ও ডাউন 33818, 33822আপ শিয়ালদহ – হাবরা 33651, 33653 ও ডাউন 33652