মুম্বই: এবার বিবাদ ভুলে একজোট রাজ ও উদ্ধব ঠাকরে! বহুদিন ধরেই শিব সেনার উদ্ধব গোষ্ঠী এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার একজোট হওয়ার কানাঘুষো চলছিল। তবে এবার সেই কানাঘুষোই সত্যি হল। হিন্দি আগ্রাসনের(Hindi Aggression) বিরুদ্ধে এবার একত্রে লড়বেন ঠাকরের দুই ভাই। যৌথ কর্মসূচি ঘোষণা করলেন উদ্ধব ও রাজ ঠাকরে।
Read More: চাকরির বিনিময়ে জোর করে সহবাস, গর্ভপাত! কাঠগড়ায় পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাসী কার্তিক মহারাজ
শিব সেনার উদ্ধব শিবিরের মুখপাত্র সঞ্জয় রাউত ঘোষণা করেছেন, হিন্দি আগ্রাসনের প্রতিবাদে এবার ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামছেন উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে। মহারাষ্ট্রের স্কুলে বাধ্যতামুলকভাবে হিন্দি শেখানোর(Hindi Aggression) প্রতিবাদে এমএনএস এবং শিব সেনা উদ্ধব যৌথ কর্মসূচি নিতে চলেছে।

দু’দশক পর ফের এক ছাতার তলায় আসতে চলেছেন ঠাকরেরা? বিবাদ ভুলে একজোট হবেন রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে? ইঙ্গিত দু’তরফ থেকেই মিলছিল। এবার সেই জল্পনায় কার্যত সিলমোহর পড়ে গেল। ঠাকরেরা দুই ভাই। দুই ভাই-ই বলেছেন, মহারাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজ করতে বিশেষ আপত্তি তাঁদের নেই।
Link: https://x.com/ekhonkhobor18/status/1938545881906864268
কিছুদিন আগেই মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়ণবিসের সরকার সে রাজ্যে কেন্দ্রের প্রস্তাবিত ত্রিভাষা নীতি চালুর কথা ঘোষণা করে। তাতে তৃতীয় ভাষা হিসাবে শেখানো হবে হিন্দি। বিজেপি সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তৎপর হন উদ্ধব ও রাজ। পরে চাপে পড়ে মুখ্যমন্ত্রী ফড়ণবিস সেই সিদ্ধান্ত প্রত্যাহারও করে নিয়েছেন। তবে তাতে প্রতিবাদ থামাননি ঠাকরেরা।
আগামী ৫ জুলাই এমএনএসের এবং ৭ জুলাই উদ্ধব সেনার পৃথক কর্মসূচি রয়েছে ওই একই ইস্যুতে। তবে বর্তমানে যৌথভাবে বড়সড় রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা করলেন রাজ এবং উদ্ধব। তাই মনে করা হচ্ছে, দুই শিবির এবার ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামবে।