বহরমপুর: ঘোর বিপাকে পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাসী কার্তিক মহারাজ।(Kartik Maharaj) চাকরির বিনিময়ে সহবাস, জোর করে গর্ভপাত করানো ও প্রতারণার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ-সহ সারা বাংলায়।
Read More: রথের রশিতে টান মুখ্যমন্ত্রীর, দিঘায় শুভারম্ভ রথযাত্রার
অতিসম্প্রতিই কার্তিক মহারাজের(Kartik Maharaj) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এক মহিলা। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০১৩ সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাঁকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাঁকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য দেওয়া হয় একটি ঘরও।

অভিযোগ, এক রাতে মহারাজ হঠাৎই এসে তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন! বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিণী। কারণ, ততদিনে তিনি ঘরবাড়ি ছেড়ে মহারাজের শরণাপন্ন হয়েছিলেন। দিনের পর দিন তাঁর উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলেই অভিযোগ। এরপর বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সেই মহিলা। তাঁর উপর অত্যাচারের ঘটনায় বিচারের দাবি করেছেন তিনি। যদিও এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ কার্তিক মহারাজ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1938544676333879351