দিঘা : অপেক্ষার অবসান। রথযাত্রার দিন সাজো সাজো রব দিঘা জুড়ে।(Digha RathaYatra)সৈকতশহরের নবনির্মিত জগন্নাথ মন্দিরে এবছরই প্রথম রথযাত্রা। স্বাভাবিকভাবেই তুঙ্গে উন্মাদনা। নামতে শুরু করেছে পুণ্যার্থীদের ঢল।
Read More: মল্লরাজাদের আমলে তৈরি পিতলের রথ, ৩৫১ বছরের রীতি মেনেই রথযাত্রা বিষ্ণুপুরে
শুক্রবার সকাল ৯টা ২৫ নাগাদ নতুন পোশাক পরানো হয় জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে। শুরু হয় পুজো। সাধারণ মানুষদের পাশাপাশি প্রচুর সংখ্যক বিদেশি পর্যটকরাও এসেছেন দিঘায়। উপস্থিত হয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। মন্দির প্রাঙ্গণে হল হরিনাম সংকীর্তন।(Digha RathaYatra)

উৎসবের দিন আকাশের মুখ ভার হলেও ভাটা পড়েনি ভক্তসমাগমে। বৃষ্টি উপেক্ষা করেই মন্দির ও রাস্তার ব্যারিকেডের ওপারে ভিড় জমালেন ভক্তরা। পুজোর পর জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে রথে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। ফুলের সাজে সেজে ওঠে রথ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1938512014282002566
এদিন কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাসের নেতৃত্বে দিঘায় হল ‘পাহান্ডি বিজয়’। প্রথমে মন্দির থেকে বার করা হয় সুদর্শনকে। এরপর একে একে বলরাম ও সুভদ্রাকে মন্দির থেকে বার করা হয়। খোল-করতাল বাজিয়ে সুদর্শন, বলরাম ও সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় রথের উদ্দেশ্যে। দুপুর আড়াইটে নাগাদ টান পড়বে রথের রশিতে।