প্রতিবেদন : আচমকাই সংশয়ের মুখে পড়ল ২০৩৬-এ ভারতে অলিম্পিক্স(2036 Olympics) আয়োজনের সম্ভাবনা। আগামী ২০৩৬ সালের অলিম্পিক্সের ভেন্যু নির্ধারণ প্রক্রিয়া স্থগিত করে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আইওসির নতুন প্রধান কৃষ্টি কভেন্ট্রি ঘোষণা করেছেন, গোটা প্রক্রিয়া আপাতত স্থগিত। নতুন করে নির্ধারণ করা হবে অলিম্পিক্স আয়োজনের ভেন্যু হওয়ার শর্ত।
Read More: রাজ্যের মুকুটে নয়া পালক, বিশ্বদরবারে স্বীকৃতি অর্জন করল বাংলার স্বাস্থ্য মডেল
বহুদিন ধরেই ২০৩৬ অলিম্পিকের(2036 Olympics) জন্য বিড করতে চায় ভারত। দেশের মাটিতেই যাতে অলিম্পিকের আসর বসে, তার জন্য পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরুও করে দিয়েছে গুজরাট সরকার। ২০২৮-এর মধ্যে অলিম্পিকের আয়োজনের মতো করে তৈরি হয়ে যাবে আহমেদাবাদের স্টেডিয়াম। তার আগেই ২০২৬-এর মধ্যে অলিম্পিকের বিড জমা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের। কিন্তু পুরো প্রক্রিয়া স্থগিত হওয়ায় আপাতত সেই প্রক্রিয়া আটকে রইল।
অতিসম্প্রতিই আইওসির বৈঠক শেষে কৃষ্টি কভেন্ট্রি জানিয়েছেন, “আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সব সদস্য মেগা প্রতিযোগিতার আয়োজনের ক্ষেত্রে অংশিদারিত্ব আরও বাড়াতে চায়। তাছাড়া এই বিড কখন নির্ধারণ করা উচিত, সেটা নিয়েও বিতর্ক শুরু হয়েছে।” অর্থাৎ, আপাতত পুরো ভেন্যু নির্বাচন প্রক্রিয়াই স্থগিত। এবং ভেন্যু বাছাইয়ের শর্তও পুননির্ধারণ করা হবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1938592658584133949
উল্লেখ্য, কৃষ্টি কভেন্ট্রি আইওসির প্রথম মহিলা এবং আফ্রিকার প্রেসিডেন্ট। ফলত তিনি আফ্রিকার দিকেই ঝুঁকে থাকবেন বলে মনে করা হচ্ছে। তবে অলিম্পিক্সের স্বপ্ন ধাক্কা খেলেও ২০৩০ কমনওয়েলথ গেমস যে ভারতেই আয়োজিত হতে চলেছে, তাতে কার্যত কোনও সংশয় নেই। বিপুল খরচের জন্য ২০৩০-এর কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছেড়ে দিয়েছে কানাডার অ্যালবার্টা প্রদেশ। তিরিশের কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদের করতে চেয়ে সরকারিভাবে বিড জমা দিয়েছে ক্রীড়ামন্ত্রক। সূত্রের দাবি, আহমেদাবাদে কমনওয়েলথ গেমস আয়োজনের রাস্তা মোটামুটি ফাঁকা। কারণ, বর্তমানে সেভাবে কোনও প্রতিদ্বন্দ্বীই নেই ভারতের।