দিঘা : সাজো সাজো রব দিঘা জুড়ে। সৈকতশহরের নবনির্মিত জগন্নাথ মন্দিরে সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা।(Rath Yatra in Digha) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই শুভারম্ভ হল উৎসবের। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট দিলেন। তার আগে তিনটি রথের সামনেই আরতি করেন তিনি। তারপর ২টো ৩০ নাগাদ রথের রশিতে টান দিলেন মুখ্যমন্ত্রী।
Read More: দিঘায় পুণ্যার্থীদের জন্য খুলল মন্দিরের দরজা, সুরক্ষাব্যবস্থা নিয়ে তৎপর ডিজি
বৃষ্টি উপেক্ষা করেই সৈকতশহরে রথযাত্রার উদযাপনে শামিল হয়েছেন অগুনতি ভক্তরা। গত বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, শুক্রবার দুপুর ২টোয় রথে আরতি এবং পুজো শুরু হবে। পৌনে এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাসির বাড়ি পৌঁছবেন জগন্নাথ। সেই কথামতোই এদিন বিপুল জনসমাগমের মাঝে দিঘায় সূচনা হল রথযাত্রার।(Rath Yatra in Digha)

ইতিমধ্যেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। মন্দিরের ২ নম্বর গেট থেকে সাধারণ মানুষ অবাধে প্রবেশ করতে পারছেন। মন্দিরের ভিতরে গিয়ে তাঁরা জগন্নাথের পাথরের মূর্তির দর্শন করতে পারছেন। সেই সঙ্গে মন্দিরের ভিতরে সাধারণের জন্য প্রসাদ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1938518307176353853