দিঘা : শুক্রবার সৈকতশহর দিঘায় সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরেই শুভারম্ভ হল উৎসবের। নির্ধারিত সময় মেনে দুপুর ২টো ৩০মিনিটে রশিতে টান দিলেন মুখ্যমন্ত্রী। রথের সঙ্গে সঙ্গেই হাঁটলেন তিনি। সাথে ছিলেন ইসকনের সন্ন্যাসীরা।
Read More: ‘এক দেশ এক ভোট’ প্রসঙ্গে বিজেপির প্রস্তাবকে সমর্থন চন্দ্রচূড়ের, শুরু বিতর্ক
বৃষ্টি উপেক্ষা করেই এদিন সৈকতশহরে রথযাত্রার উদযাপনে শামিল হয়েছেন অগুনতি ভক্তরা। রথ দেখতে রাস্তার দু’পাশে উপচে পড়ল ভিড়। বিকেল ৪টা ১৫ নাগাদ জগন্নাথের মাসির বাড়ি পৌঁছল রথ। বলরাম, সুভদ্রা ও জগন্নাথকে রথ থেকে নামিয়ে মাসির বাড়িতে আনা হল। আগামী সাতদিন এখানেই থাকবেন তাঁরা। এখানেই ভোগ দেওয়া হবে। তা বিতরণ করা হবে ভক্তদের মধ্যে। যা আসবে মূল মন্দির থেকেই। মাসির বাড়িতে জগন্নাথদেবের আরতি করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) তার পরেই সেখান থেকে হোটেলের উদ্দেশে রওনা দেন তিনি।

এদিন দুপুরেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। মন্দিরের ২ নম্বর গেট থেকে সাধারণ মানুষ অবাধে প্রবেশ করতে পারছেন। মন্দিরের ভিতরে গিয়ে তাঁরা জগন্নাথের পাথরের মূর্তির দর্শন করতে পারছেন। সেই সঙ্গে মন্দিরের ভিতরে সাধারণের জন্য প্রসাদ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। দিঘায় নতুন জগন্নাথধামে এবারই প্রথম রথযাত্রা। স্বাভাবিকভাবেই তুঙ্গে উন্মাদনা। সাধারণ মানুষদের পাশাপাশি প্রচুর সংখ্যক বিদেশি পর্যটকরাও এসেছেন দিঘায়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1938560534334648706