কলকাতা : স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলা। রাজ্যের মুকুটে যোগ হল সাফল্যের আরও একটি পালক। এবার অত্যাধুনিকমানের ডায়াবেটিস চিকিৎসায়(Bengal’s Health Model) আন্তর্জাতিক স্বীকৃতি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত স্বাস্থ্য মডেল।
Read More: ভারতকে কোণঠাসা করতে চিন-পাকিস্তানের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক! কী বলছে বাংলাদেশ
২০২৫ সালে বাংলার সরকারকে সেরার শিরোপায় ভূষিত করেছে ‘ইন্টারন্যাশনাল সোসাইটি ফর পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডায়াবেটিস’। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই সাফল্যের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “গর্বের সঙ্গে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ পেডিয়াট্রিক ডায়াবেটিস কেয়ারের উচ্চমানের স্বাস্থ্য মডেলের জন্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডায়াবেটিস থেকে টাইপ ১ ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পশ্চিমবঙ্গের মডেলকে সম্মানিত করেছে।”(Bengal’s Health Model)

পাশাপাশি মমতার কথায়, “এটি রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের একটি যুগান্তকারী উদ্যোগ, যা সমর্থ হল বিশ্ব স্বীকৃতি আদায় করে নিতে। বাংলার স্বাস্থ্য বিভাগের এই দুর্দান্ত সাফল্যের জন্য আমাদের স্বাস্থ্য বিভাগ, ডাক্তার এবং টিমের অন্যদের অভিনন্দন জানাই। এটি শুধু একটি পুরস্কার নয়, এটি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার উপর বাংলা সরকারের গুরুত্বপূর্ণ পদচিহ্ন।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1938591365010800734
উল্লেখ্য, টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শিশু, কিশোর ও তরুণ প্রজন্মের জন্য একটি জনস্বাস্থ্য কর্মসূচি গ্রহণ করেছিল রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতর। বিনামূল্যে ইনসুলিন, ব্লাড সুগার মাপার যন্ত্র, টেস্ট স্ট্রিপ ও অন্যান্য জরুরি সামগ্রী দেওয়া হত। একই সঙ্গে প্রতিটি জেলায় ‘ডেডিকেটেড’ টি-১ ডিএম ক্লিনিক তৈরি করা হয়েছে। সেখানে নির্দিষ্ট দিনে চিকিৎসা এবং পরামর্শও প্রদান করা হয়। রোগের জটিলতা প্রতিরোধ করে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। সারা ভারতের সামনে বাংলার এই পুরস্কার যে এক দৃষ্টান্ত হয়ে উঠল, তা বলাই বাহুল্য। উন্নয়নশীল দেশগুলির জন্য বাংলা এখন পথপ্রদর্শক, তেমনটা মনে করছে ইউনিসেফও।