প্রতিবেদন : বিরোধীদের চাপের মুখে পড়ে দীর্ঘ ২২ বছর পর অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দিতে তৎপর হয়েছে জাতীয় নির্বাচন কমিশন।(Election Commission)ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের কাছে পাঠানো হয়েছে একটি ‘ডিক্লারেশন ফর্ম’। এবার তার বেশ কিছু নিয়মাবলী নিয়ে আপত্তি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিঘা থেকেই এনিয়ে সরব হলেন তিনি।
Read More: দিঘায় কখন রথের রশিতে পড়বে টান! জানালেন মুখ্যমন্ত্রী
নির্বাচন কমিশনের(Election Commission) উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় , ”ভোটার তালিকা সংশোধন করার জন্য আমাদের কাছে কমিশন একটা ফর্ম পাঠিয়েছেন। কিন্তু সেই ডিক্লারেশন ফর্মের কয়েকটি বিষয় আমার আপত্তি আছে। কেন উল্লেখ করা হচ্ছে যে ১৯৮৭ থেকে ২০০২-এর মধ্যে যাদের জন্ম, তাদের তা লিখতে হবে ফর্মে? তার মানে কি তার আগে বা পরে যারা জন্মেছে, তাদেরটা হবে না?”

মমতার দাবি, নির্বাচন কমিশন তাঁকে ২টি চিঠি পাঠিয়েছে। তা প্রাথমিকভাবে দেখতে গিয়ে তাঁর চোখে পড়েছে যে ওই ডিক্লারেশন ফর্ম পূরণের সময় বাবা-মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। তা কোথা থেকে পাবেন সবাই? প্রশ্ন তোলেন তিনি। এ প্রসঙ্গে নিজের কথা তুলে ধরে বলেন, ”আমিও নিজের মা-বাবার জন্মসাল জানি না।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1938230718913777836
প্রসঙ্গত, কমিশনের নতুন পরিকল্পনায় ভোটারদের তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রেও বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। জন্মের প্রমাণপত্র সঠিকভাবে দাখিল করতে না পারলে ভোটার তালিকায় নাম তোলা যাবে না বলে সাফ জানিয়েছে কমিশন। আর এখানেই আপত্তি মমতা। এসব তথ্য নিয়ে কি আদতে এনআরসি’র পথে হাঁটতে চলেছে মোদী সরকার? সংশয় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।