দিঘা : শুক্রবার রথযাত্রা।(Rathayatra) দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে চলছে শেষ লগ্নের প্রস্তুতি। বৃহস্পতিবার ভোরেই খোলা হল গর্ভগৃহের দরজা। নতুন সাজে দেখা দিলেন জগন্নাথ। স্নানযাত্রার পর ১৫ দিন ‘অনসরে’ ছিলেন তিনি। সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল জগন্নাথ মন্দিরের দরজা। সেই ‘অনসর পর্ব’ কাটিয়ে এদিন ভোর সাড়ে ছ’টায় দেখা দিলেন তিনি।
Read More: গোপনে পরমাণু ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
বৃহস্পতিবার জগন্নাথদেব দর্শনের জন্যে ভোর ৫টা থেকেই মন্দিরের মূল দরজায় ভিড় জমান পুণ্যার্থীরা। সূত্র মারফত জানা গিয়েছে, মন্দিরের মূল দরজা বা এক নম্বর গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে ভক্তদের। এদিন নেত্র উৎসবের কারণে ভোরে মঙ্গলারতি হয়। বিকেলে হবে রশি পুজো। সেখানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হবে রথযাত্রা।(Rathayatra) যার সূচনাও হবে মুখ্যমন্ত্রীর হাত ধরেই। বুধবারই দিঘায় পৌঁছে গিয়েছেন তিনি।

চিরাচরিত প্রথা অনুযায়ী, স্নানযাত্রার পরেই অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ। তাই তিনি চলে যান ১৫ দিনের অনসরে। তারপর আবার সুস্থ হয়ে ওঠেন তিনি। তাঁকে নতুন সাজে সাজানো হয়। মন্দির কমিটি জানিয়েছে, এ দিন সকাল-সকাল জগন্নাথকে ঘুম থেকে তুলে দাঁত মাজানো হয়। নতুন পোষাক পরিয়ে, ফুলের মালায় সাজানো হয়। সকাল সাতটায় পূজার্চনার পর দেওয়া হয় প্রাতঃরাশ। তারপর পূজার্চনা। চলে নাম সংকীর্তনও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1937941817628221614
পাশাপাশি, করা হচ্ছে ৫৬ ভোগের আয়োজন। ইতিমধ্যেই দিঘায় এসেছেন ৫০ জন বিদেশি ভক্ত। তাঁরা নিজের হাতে প্রভুর পছন্দমতো বেশ কয়েকটি পদ বানাবেন বলে জানা গিয়েছে। ইসকন থেকে আগত সাধুসন্তরাও প্রভুর পছন্দের খাবার বানাবেন। জানা গিয়েছে, এদিনের ৫৬ ভোগে থাকবে বিভিন্ন ধরনের ভাজা, খিচুড়ি, ডাল, সুক্তো, মোচা দিয়ে তরকারি, পটলের তরকারি, বৈতালের ঘন্ট-সহ একাধিক পদ। বাংলার বিভিন্ন ধরনের মিষ্টি এবং পায়েসও থাকছে ভোগে।