নয়াদিল্লি: অপারেশন সিঁদুর চলাকালীন বিভিন্ন তথ্য ফাঁস! ফের এক গুপ্তচরের পর্দাফাঁস! গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি ৷ এবার দিল্লিতে ভারতীয় নৌবাহিনীর সদর দফতরে নিযুক্ত এক কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৷ রিপোর্ট বলছে, নৌবাহিনীতে কেরানি হিসেবেই কাজ করত বিশাল যাদব(Pakistani Spy) নামের এক ব্যক্তি। তাকেই এবার গুপ্তচর সন্দেহে গ্রেফতার করল রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা।
Read More: বিরোধীদের চাপে ভোটার তালিকা সংশোধন, ২২ বছর পর নড়েচড়ে বসল নির্বাচন কমিশন
দিল্লির নৌবাহিনীর সদর দফতর থেকে গ্রেফতার করা হয়েছে বিশালকে।(Pakistani Spy) অভিযোগ বহু বছর ধরে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-কে তথ্যপাচার করছিল সে। ‘অপারেশন সিঁদুর’ চলাকালীনও গুপ্তচরবৃত্তি করে গিয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃত ব্যক্তি অপারেশন সিঁদুর চলাকালীন এবং বিভিন্ন সময়ে পাকিস্তানের আইএসআই-এর কাছে সংবেদনশীল তথ্য ফাঁস করছিল।

তার মোবাইল ফোনের ডেটা থেকে জানা গিয়েছে, বিশাল যাদব নামে ওই ব্যক্তি নৌবাহিনী ও প্রতিরক্ষা দফতরের গোপন তথ্য এক পাকিস্তানি মহিলাকে জানাত। টাকার বিনিময়ে এই কাজ করত সে। রাজস্থানের সিআইডি ইন্টেলিজেন্স ইউনিট পাক গুপ্তচরবৃত্তির কার্যকলাপের উপর লাগাতার নজর রাখছিল। নজরদারি চলাকালীন তারা বিশাল যাদবকে চিহ্নিত করেছিল। অবশেষে নৌবাহিনীর সদর দফতরে কেরানির চাকরি করা বিশালকে রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা গ্রেফতার করেছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1938164352164761742