কলকাতা: আসন্ন ২১ জুলাই নিয়ে চলছে প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও জনগণের সমাগমের দিকে তাকিয়ে তৃণমূল। এবার ২১ জুলাইয়ের আগেই তাই বিধায়কদের ‘টাস্ক’ দিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)
Read More: পহেলগাঁও সন্ত্রাসের প্রসঙ্গ এড়িয়ে অশান্তি ছড়ানোর অভিযোগ ভারতের বিরুদ্ধেই! কাঠগড়ায় চিন
মুখ্যমন্ত্রী বিধায়কদের বলেন, ‘২১ জুলাই সামনে। সকলে খেয়াল রেখো যেন কর্মীরা সকলে সভায় ঠিকমতো আসতে পারেন। ঠিক করে প্রস্তুতি নিতে হবে। এই সমাবেশ ভালো করে করতে হবে।’ মঙ্গলবার বিধানসভার বাদল অধিবেশনের শেষে মন্ত্রী-বিধায়কদের সঙ্গে আলাদা করে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি এই বার্তা দেন।

মঙ্গলবার অধিবেশনের শেষ দিনে বিধায়কদের সঙ্গে দেখা করে সকলের কাছে আলাদা করে এলাকার খবর নেন। কোথাও, কোনও ব্লকে কোথাও কোনও সমস্যা আছে কি না, তার খবর নেন। সূত্রের খবর, এরই ফাঁকে মমতা(Mamata Banerjee) ২১ জুলাই নিয়ে বিধায়কদের এই বার্তা দেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1938168347490943223
প্রসঙ্গত, বাংলা ভাষায় কথা বলার অপরাধে রাজস্থানে দু’দিন আগেই পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার ঘটনা ঘটেছিল। তৎক্ষণাৎ খবর নিয়ে তাঁদের উদ্ধারের ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী।সাংবাদিকদের সামনে তা নিয়ে সরবও হন। পরে মঙ্গলবারের সাক্ষাতে বিধায়কদের কাছেও বিষয়টি তুলে ধরে তার স্পর্শকাতরতা বোঝান। তার সঙ্গেই ২১ জুলাই নিয়ে বিধায়কদের ‘ছোট্ট’ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।